adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদার বিরুদ্ধে মামলা হাসিনার জন্য বিপদ হবে – শামসুজ্জামান দুদু

2015_09_12_17_34_43_7nMGSjBq1wVoK5bKXRb234WcMeAWRy_original ডেস্ক রিপোর্ট : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহের মামলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের জন্য ‘কাল’ হয়ে দাঁড়াবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু।

তিনি বলেছেন, ‘ঠুনকো অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে। কারণ, তার বক্তব্যে রাষ্ট্রাদ্রোহিতার লেশমাত্রও ছিল না। এটি অবৈধ মামলা। তবে এ মামলা শেখ হাসিনা ও বর্তমান সরকারের জন্য ‘কাল’ হয়ে দাঁড়াবে। হাসিনার ‘তক্‌ত তাউস’ একদিন ভেঙে পড়বে।’

শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের হল রুমে ‘বহুদলীয় গণতন্ত্র ও সমকালীন রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুদু। 

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে দুদু বলেন, ‘বিএনপি কখনো গণতন্ত্রকে হত্যা করেনি, বরং দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের পথ সুগম করেছিলেন। তাই আমরা বেগম খালেদা জিয়াকে নিয়ে চিন্তিত নই, চিন্তিত শেখ হাসিনার জন্য। কারণ, তিনি গণতন্ত্রের ট্র্যাকের বাইরে চলে গেছেন। আর গণতন্ত্রের বাইরে চলে গেলে তার ফল এ দেশে যে কী হয়, বিগত ৪৪ বছরে আমরা তা দেখেছি। গণতন্ত্রের বাইরে যাওয়ার জন্য এরশাদ ‘বিশ্ববেহায়া’ হিসেবে চিহ্নিত হয়েছে।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতির জন্য আপনি গণতন্ত্রের ট্র্যাকে ফিরে আসুন। শহীদ জিয়াকে আপনার অনুসরণ করতে হবে না। গণতন্ত্রকে অনুসরণ করলেই আপনি শহীদ জিয়াকে স্মৃতিপটে দেখতে পাবেন।’

দেশি-বিদেশি ষড়যন্ত্রে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, এমন অভিযোগ করে জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেন, ‘বিএনপি তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। কিন্তু জিয়ার রাজনৈতিক হত্যার বিচার হয় নাই। ষড়যন্ত্রকারীদেরও চিহ্নিত করা হয় নাই। এ কলঙ্ক মোচনের দায়িত্ব যতদিন জাতীয়তাবাদী শক্তি গ্রহণ না করবে, ততদিন গজব থেকে আমরা মুক্তি পাব না।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ জিয়াউর রহমানের অবদানকে স্বীকার করতে চায় না। তারা এটি স্বীকার না করলেও জিয়া ছোট হয়ে যাবেন না। শুধু আওয়ামী লীগই ইতিহাসকে বিকৃত করেনি, আমরা জাতীয়তাবাদীরাও ইতিহাসকে গোপন করেছি। জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণাই দেননি, তিনি যে অস্থায়ী (প্রোভিশনাল) সরকারের প্রথম রাষ্ট্রপতি ছিলেন সেটি আমরা বলি না। আমরা সংবিধানে সেটি লিপিবদ্ধও করি নাই।’

বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, ‘বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলা আমরা আইনি ও রাজনৈতিকভাবে মোকাবেলা করব।’

বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশ্যে ঠুনকো অভিযোগে বেগম খালেদা জিয়ার ‍বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে।   আওয়ামী লীগ গণবিচ্ছিন্ন হয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য একজন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলার আশ্রয় নিতেও দ্বিধাবোধ করছে না। এটি রাজনীতির জন্য শুভ নয়।’

জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর হোসেন ঈসা, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা প্রমুখ।

প্রসঙ্গত, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে গত সোমবার বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী। ঢাকা মহানগর হাকিম রাশেদ তালুকদার বাদীর জবানবন্দি গ্রহণ শেষে মামলা আমলে নিয়ে খালেদা জিয়াকে ৩ মার্চের মধ্যে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।


  

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া