adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নিজেকে নিঃস্ব দাবি করলেন মুসা!

1736_100155নিজস্ব প্রতিবেদক : ধনকুবের হিসেবে পরিচিত দেশের বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসের নিজেকে নিঃস্ব বলে দাবি করেছেন। ১২ বিলিয়ন ডলার সুইস ব্যাংকে আটকে থাকায় তার কাছে তেমন কোনো সম্পদ নেই। নিজের কাছে যা আছে সবই বৈধ সম্পদ বলেও দাবি করেন মুসা।

আজ বৃহস্পতিবার সকালে দুর্নীতি দমন কমিশনে (দুদক) জিজ্ঞাসাবাদ শেষে মুসা বিন শমসের সাংবাদিকদের এ কথা জানান।

মুসা বিন শমসের বলেন, আমি দুদককে বলেছি, আমার তেমন কোনো সম্পদ নেই, সুইস ব্যাংকে টাকা আটকে থাকায় আমি একপ্রকার নিঃস্ব। নিজেকে স্বাধীনতার পক্ষের শক্তি বলেও দাবি করেন আলোচিত ও বিতর্কিত এই ব্যবসায়ী।

এর আগে সকালে সাড়ে ১০টার দিকে ব্যক্তিগত নিরাপত্তার বহর নিয়ে দুদকের তলবে হাজির হন মুসা বিন শমসের। বেলা ১১টায় তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে দুদক। দুই ঘণ্টার বেশি সময় তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী।

এর আগে ২০১৪ সালের ১৮ ডিসেম্বর মুসাকে প্রথমবার জিজ্ঞাসাবাদ করে দুদক। সে সময়ও তিনি দাবি করেন, তিনি বিদেশে ব্যবসা করে টাকা কামাই করেছেন, দেশে তিনি কোনো ব্যবসা করেন না এবং তার কোনো অবৈধ সম্পদও নেই।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া