adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডকে হারিয়ে দিলো নেপাল

nepalক্রীড়া প্রতিবেদক : যুব বিশ্বকাপের দ্বিতীয় দিন চমক উপহার দিল নেপাল অনূর্ধ্ব-১৯ দল। শক্তিশালী নিউজিল্যান্ডকে তারা ৩২ রানে হারিয়েছে। 
টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ২৩৮ রান সংগ্রহ করে নেপাল। জবাবে ৪৭.১ ওভারে ২০৬ রান তুলতেই শেষ হয়ে যায় কিউইদের ইনিংস।
বৃহস্পতিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কিউই দলপতি জস ফিনে। 
ব্যাট করতে নেমে ২৩৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে নেপাল শিবির। ৬৫ বলে দলীয় সর্বোচ্চ ৪৮ রান করেন নেপালের অধিনায়ক ও উইকেটরক্ষক রাজু রিজাল। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করেন দুজন, ওপেনিংয়ে সন্দীপ সুনার ও আরিফ সেখ। এছাড়া ভুরতেল অপরাজিত ৩৫, রাজবির সিং ২৪, দিপেন্দ্র সিং ১৬, ধামালা ১৫ রান করেন।
নিউজিল্যান্ডের হয়ে নাথান স্মিথ সর্বোচ্চ তিনটি উইকেট লাভ করেন। একটি করে উইকেট নেন লিওপার্ড, পারিখ, রবীন্দ্র ও ফিনে।
জবাবে দিতে নেমে লড়াই করলেও জয় পাওয়া হয়নি নিউজিল্যান্ডের। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন ওপেনিংয়ে মাঠে নামা গ্লেন ফিলিপস। এছাড়া ডেল ফিলিপস ৪১, ফিনে ৩৭, স্মিথ ২৪ রান করেন। নেপালের হয়ে দিপেন্দ্র সিং আইরি সর্বোচ্চ তিনটি উইকেট নেন। তামাং দুটি, লামিছানে ও ধামালা নেন একটি করে উইকেট।
আগামী ৩০ জানুয়ারী গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের মোকাবিলা করবে নেপাল। আয়ারল্যান্ড প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৭৯ রানে হেরেছে।
 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া