adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তুতেন খামুনের দাড়ি খোলার অপরাধে বিচারের কাঠগড়ায় কর্মকর্তা

jakia..tuten_99655আন্তর্জাতিক ডেস্ক : ফারাও রাজা তুতেন খামুনের সমাধি-মুখোশের দাড়ি খুলে আবার সেটা জোড়া দেয়ার অভিযোগে মিশর জাদুঘরের আটজন কর্মকর্তাকে বিচারের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছে মিশরের গণমাধ্যম।

প্রায় একবছর আগে জাদুঘর কর্তৃপক্ষের নজরে পরে নীল ও সোনালি রঙের পাতকাটা দাড়িটি খুলে আবারো আঠা দিয়ে লাগানো হয়েছে। যেটা মূল মুখোশের সঙ্গে মিল নেই। অভিযুক্তদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা এবং পেশাদারিত্বের অভাবে অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রায় তিন হাজার বছর আগের এই হস্তনির্মিত মুখোশ কায়রোতে আসা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।

তবে জাদুঘরের তত্বাবধায়নে থাকা কর্তৃপক্ষ এই দাড়ি সরে যাওয়া নিয়ে ভিন্ন ভিন্ন মতামত দিয়েছেন। কেউ বলছেন, এটা হঠাৎ করে খুলে যেতে পারে। আবার অনেকের মত এটা আলগা হয়ে পরলে সেটাকে সরিয়ে ফেলা হয়।

বিচারকরদের দাবি, যারা সেসময় দায়িত্বে ছিলেন তারা বেপরোয়াভাবে তাদের ভুল ঢাকতে চেষ্টা করছেন। বিপুল পরিমাণে অনুপযুক্ত আঠা দিয়ে মুখের সঙ্গে দাড়িকে জোড়া লাগানোর চেষ্টা করেন।

গত বছরের অক্টোবরে জার্মান বিশেষজ্ঞ দল দাড়ি আবারো আগের মত নিপুণভাবে প্রতিস্থাপন করতে সক্ষম হন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া