adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আগুয়েরোর জোড়া গোলে হার এড়াল সিটি

01-city  স্পোর্টস ডেস্ক : শনিবার রাতের ম্যাচটি ২-২ গোলে ড্র করে পয়েন্ট তালিকায় আর্সেনালকে টপকে দ্বিতীয় স্থানে উঠে গেছে সিটি। ২৩ ম্যাচে তাদের পয়েন্ট ৪৪। এক ম্যাচ কম খেলা আর্সেনালের পয়েন্টও সমান ৪৪, তবে গোল ব্যবধানে পিছিয়ে তারা।

প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে প্রথম মিনিটেই গোল খেয়ে বসে সিটি। ১২ গজ দূর থেকে নীচু জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন এনের ভালেন্সিয়া।

খানিক বাদেই গোলটি শোধ করে ম্যাচে ফেরে সিটি। বল পায়ে একা দ্রুত গতিতে সের্হিও আগুয়েরো ডি বক্সে ঢুকে পড়লে তাকে ফেলে দেন ওয়েস্ট হ্যামের ডিফেন্ডার কার্ল জেনকিনসন। পেনাল্টি থেকে লক্ষ্যভেদ আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার।

৫৬তম মিনিটে ভালেন্সিয়ার দ্বিতীয় গোলে ফের এগিয়ে যায় স্বাগতিকরা। কাছ থেকে ডান পায়ের শটে বল জালে জড়ান একুয়েডরের এই ফরোয়ার্ড।
৮০তম মিনিটে আগুয়েরোর দ্বিতীয় গোলে দ্বিতীয়বারের মতো সমতায় ফেরে সিটি। ডি বক্সের মধ্যে থেকে ডান পায়ের শটে এবারের লিগে দ্বাদশ গোলটি করেন তিনি।

বাকি সময়ে দুই দলই একবার করে সুযোগ পেয়েছিল, কিন্তু কেউই তা কাজে লাগাতে না পারায় সমতাতেই ম্যাচ শেষ হয়।

এর আগে স্টোক সিটিকে ৩-০ গোলে হারিয়ে লিগের শীর্ষস্থান পুনরুদ্ধার করে লেস্টার সিটি। ২৩ ম্যাচে তাদের পয়েন্ট ৪৭।

ঘরের মাঠে সাউথ্যাম্পটনের কাছে ১-০ গোলে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২৩ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে তারা।

দিনের প্রথম ম্যাচে নরিচ সিটির বিপক্ষে ৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ৫-৪ ব্যবধানে জেতে লিভারপুল। ২৩ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে ইয়ুর্গেন ক্লপের দল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া