adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

bsaf2222_113685ডেস্ক রিপোর্ট : নওগাঁর সাপাহার উপজেলার পাতারী ইউনিয়নের আদাতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফের) গুলিতে জয়নাল হোসেন (৩০) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত জয়নাল সাপাহার উপজেলার দক্ষিণ পাতারী গ্রামের সোহরাব হোসেনের ছেলে। শনিবার  ভোর রাতে এ ঘটনাটি ঘটে।

এ বিষয়ে পাতারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম জানান, আজ ভোর রাতে ২০/২৫ জনের একদল গরু ব্যবসায়ী ওই সীমান্ত এলাকা দিয়ে ভারতে গরু আনতে প্রবেশ করে।

এ সময় বিএসএফ সদস্যরা বিষয়টি টের পেয়ে তাদেরকে ধাওয়া করার এক পর্যায়ে গুলি করলে জয়নাল হোসেন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেরই মারা যায়।

এ বিষয়ে ১৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কমান্ডিং অফিসার রফিকুল হাসান জানান, ঘটনার খবর পেয়ে আদাতলা সীমান্তে একটি পতাকা বৈঠকের আহ্বান করে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে। নিহতের লাশ বিএসএফের কাছে রয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া