adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দমন যাদের দায়িত্ব তারাই সন্ত্রাস শুরু করেছে : হেফাজত

Hefajat Hartal20130507114452ডেস্ক রিপোর্ট : হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী বলেছেন, ‘দেশে সন্ত্রাস দমন করা যাদের দায়িত্ব, তারাই নিরস্ত্র মানুষকে হত্যা করে সন্ত্রাস শুরু করেছে।’  উত্তর চট্টগ্রামের অন্যতম সেবামূলক প্রতিষ্ঠান এহইয়াউস্ সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের উদ্বোধনী অনুষ্ঠানে জুনায়েদ বাবুনগরী এ কথা বলেন। তিনি বলেন, ‘কওমি মাদ্রাসা বন্ধ করার অপচেষ্টা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বড় হুমকি হবে।’

ভুজপুর হজরত আবু বক্কর সিদ্দিক (র.) মাদ্রাসা মাঠের এ মাহফিলে জুনায়েদ বাবুনগরী আরো বলেন, ‘ইসলামবিদ্বেষী কিছু খারাপ পুলিশের কারণে গোটা পুলিশ বাহিনীকে মানুষ খারাপ ভাবছে।’

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় হাফেজ মাসুদকে যারা হত্যা করেছে, তারাই সন্ত্রাসী উল্লেখ করে বাবুনগরী বলেন, ‘কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা শান্তিপ্রিয়। তাঁরা বিশৃঙ্খলা চায় না। নিরপরাধ মানুষকে অস্ত্র দিয়ে হত্যা করলে অশান্তি এমনিতেই সৃষ্টি হবে।’ আর অশান্তি সৃষ্টি হলে তার জন্য হেফাজতে ইসলাম দায়ী থাকবে না বলে সতর্ক করে দেন সংগঠনটির মহাসচিব।

জুনায়েদ বাবুনগরী দাবি করেন, ‘নিরপরাধ নিরস্ত্র এ ছাত্রকে পুলিশ গুলি করে হত্যা করেছে। নিরপরাধ মানুষকে অস্ত্র দিয়ে হত্যা করা -এটাকে সন্ত্রাস বলে।’ যাদের দায়িত্ব সন্ত্রাস দমন করা, তারাই সন্ত্রাস আরম্ভ করায় দেশে শান্তির আশা পরাহত বলে উল্লেখ করেন তিনি।

জুনায়েদ বাবুনগরী বলেন, ‘কওমি মাদ্রাসা ও ওলামায়ে কেরামের মাঝখানে যে শ্রদ্ধার সম্পর্ক আছে এটা ছিন্ন ও নির্মূল করার জন্য একটি কুচক্রী মহল চেষ্টা করছে।’ তিনি আরো বলেন, কওমি ওলামায়ে কেরামের সঙ্গে দেশের জনগণের যে মজবুত সম্পর্ক আছে, কোনো শক্তি সে সম্পর্ক ছিন্ন করতে পারবে না। যারা এ শ্রদ্ধার সম্পর্ক ছিন্ন করতে চাইবে, তারাই দেশ থেকে উৎখাত হয়ে যাবে।’

মাহফিলে বিশেষ অতিথি ছিলেন হেফাজতে ইসলামের সহসভাপতি মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী। এহইয়াউস্ সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হুসাইন মো. শাহজাহান, ভাইস চেয়ারম্যান মাওলানা নেজাম উদ্দিন, আল্লামা মুফতি মাহমুদ হাসান বক্তব্য রাখেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া