adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ধর্ষণের শাস্তি – মার্কিন পুলিশ কর্তার ২৬৩ বছরের জেল

Former Oklahoma City police officer Holtzclaw stands with his defense attorney Adams, as his sentence is read during  hearing in Oklahoma Cityআন্তর্জাতিক ডেস্ক :  যুক্তরাষ্ট্রের ওকোলহোমার সাবেক এক পুলিশ কর্মকর্তাকে ২৬৩ বছরের কারাদণ্ড দিয়েছে সেখানকার একটি আদালত। দায়িত্ব পালনরত অবস্থায় চার নারীকে ধর্ষণ ও বেশ কয়েকজনকে যৌন নিপীড়নের দায়ে তাকে এই কারাদণ্ড দেয়া হয়। খবর রয়টার্সের।

দণ্ড পাওয়া পুলিশের সাবেক কর্মকর্তার নাম ড্যানিয়েল হলতজক্ল (২৯)। জীবদদ্দশায় তার এই দণ্ড শেষ হওয়ার সম্ভব নয়।

ড্যানিয়েলের বিরুদ্ধে ধর্ষণ, যৌন নিপীড়নসহ ৩৬টি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে ১৮টি অভিযোগ প্রমাণিত হয়েছে। গত বছরের ডিসেম্বরে ওকলাহোমা সিটি জুরি ডেনিয়েলকে দোষী সাব্যস্ত করেন। গতকাল দণ্ড ঘোষণা করেন আদালত।

ভুক্তভোগীরা আদালতকে বলেন, পুলিশের সাবেক ওই কর্মকর্তা তাদের জীবন ধ্বংস করে দিয়েছেন। এরপর জেলা বিচারক টিমোথি আসামির বিরুদ্ধে দণ্ড ঘোষণা করেন।

ভুক্তভোগী এক নারী আদালতকে বলেন, তিনি যেকোনো মূল্যে তার জীবন ফেরত চান। আগের মতো জীবন।

আরেক ভুক্তভোগী নারী বলেন, ড্যানিয়েল যা করেছেন, তা যে একজন পুলিশ কর্মকর্তা করতে পারেন, সেটা চিন্তার বাইরে। তিনি তার প্রাপ্য দণ্ডই পেয়েছেন।

দণ্ড ঘোষণার পর আসামির আইনজীবীরা জানান, রায়ের বিরুদ্ধে তারা আপিল করার পরিকল্পনা করছেন।

মামলার কার্যক্রম থেকে জানা যায়, আসামির বিরুদ্ধে ১৩ জন নারী সাক্ষ্য দিয়েছেন।

আদালতের রায় শুনার পর কান্নায় ভেঙে পড়ে ড্যানিয়েল। বিচারকদের উদ্দেশ্যে করে তিনি বলেন, আমি এই কাজ করিনি।

২০১৩ সালের ডিসেম্বর থেকে ২০১৪ সালের জুন মাসের মধ্যে একাধিক নারীকে ধর্ষণ ও যৌন নিপীড়ন করেছেন ড্যানিয়েল। অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের জানুয়ারিতে তাকে চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া