adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীর কল্যাণপুরে ২০ হাজার বস্তিবাসির সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে

image_147274নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কল্যাণপুরে একটি বস্তি উচ্ছেদকে কেন্দ্রে করে পুলিশের সঙ্গে বস্তিবাসীর ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। এ সময় উভয়পক্ষের মধ্যে টিয়ারশেল ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকাল সোয়া ১১টায় পুলিশ ও সরকারি লোকজন বুলডোজার নিয়ে ওই এলাকার পোড়া বস্তিটি উচ্ছেদ করতে যায়। এ সময় বস্তিবাসী লাঠিসোঁটা নিয়ে প্রতিরোধ গড়ে তোলে।

পুলিশ বস্তিবাসীর উপর টিয়ারশেল নিক্ষেপ করে। বস্তিবাসীরাও পাল্টা বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করে। রাস্তায় আগুন জালিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে। বস্তিবাসীদের প্রতিরোধের মুখে পুলিশ বস্তি উচ্ছেদ করতে পারেনি।

বস্তির এক বাসিন্দা জানিয়েছেন, তারা প্রায় ২০ বছর ধরে ওই বস্তিতে বসবাস করছেন। সেখানে প্রায় ২০ হাজার বস্তিবাসী রয়েছেন। কোনো ধরণের নোটিশ না দিয়ে পুলিশ ও সরকারি লোকজন উচ্ছেদ করতে আসে।

পুলিশ জানিয়েছে, বস্তিটি হাউজ বিল্ডিং অ্যান্ড রিচার্স ইনস্টিটিউটের জমি। আদালতের নির্দেশেই তারা বস্তিটি উচ্ছেদ করতে যায়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া