adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

“জিয়া মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী”

ht-imam_99388নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধিনায়ক ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধে সরাসরি অংশ নেননি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। তিনি বলেছেন, জিয়া ছিলেন মুক্তিযুদ্ধে ‘অনুপ্রবেশকারী’।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির আয়োজনে ‘দিন বদলের ৭ বছর’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।

এইচ টি ইমামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- অধ্যাপক আনিসুজ্জামান, বিচারপতি শামসুদ্দিন মানিক, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, অর্থনীতিবিদ শামসুল আলম, ড. বিনায়ক সেন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, আ.লীগের উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, ব্যারিস্টার তানিয়া আমীর প্রমুখ।

সভাপতির বক্তব্যে এইচ টি ইমাম বলেন, ‘আমার জানামতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কোনো প্রত্যক্ষ যুদ্ধে অংশগ্রহণ করেননি। তিনি হয়তো অন্য উদ্দেশ্য নিয়ে যুদ্ধে গিয়েছিলেন। পরবর্তীতে তার কর্মকাণ্ডে তাকে ‘অনুপ্রবেশকারী’ বলা যেতে পারে।’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘অনুপ্রবেশকারী হলেও ওই সময় আমাদের জাতীয় ঐক্যের প্রয়োজন ছিল এবং সেক্টর কমান্ডারদের ধরে রাখার দরকার ছিল, তাই তাকে (জিয়া) ধরে রাখা হয়েছিল।’

অধ্যাপক আনিসুজ্জামান বলেন, বর্তমান সরকার অঙ্গীকার অনুযায়ী মানবতাবিরোধী অপরাধের বিচার করতে পেরেছে এবং অপরাধীদের শাস্তি কার্যকর করেছে, যা অনেকেই ভাবতে পারেননি।

তিনি বলেন, ‘আমাদের গর্ব করার মতো অনেক কিছুই আছে। তবে আমাদের আত্মসন্তুষ্টিতে ভুগলে চলবে না। ১৯৭১ সালে বিজয় লাভের পরে আমরা অনেক আত্মসন্তুষ্টিতে ভুগেছিলাম। তখন এ দেশের মুক্তিযুদ্ধবিরোধীরা তাদের কাজ করেছিল। তাই এখন আমাদের আরও বেশি সচেতন হতে হবে।’

গত ২৫ বছরে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ঠিকমতো গড়ে ওঠেনি উল্লেখ করে আনিসুজ্জামান বলেন, ‘এগুলোর দিকে এখন মনোযোগ দেয়ার সময় যাতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ঠিকমতো গড়ে উঠে গণতন্ত্রকে শক্তিশালী ভিতের ওপর প্রতিষ্ঠিত করতে পারে।’

বিচারপতি শামসুদ্দিন মানিক বলেন, ২০১৫ সালের ৫ জানুয়ারিকে ঘিরে বিএনপি-জামায়ত যে তাণ্ডব চালিয়েছিল, তার জন্য ইন্টারন্যাশনাল ক্রাইম (ট্রাইব্যুনাল) অ্যাক্ট ১৯৭৩ এর ৩ ও ১ ধারা মোতাবেক মামলা করা যেতে পারে। এর জন্য খালেদা জিয়ার দায়ও কম নয়, কারণ তিনি সব কর্মকাণ্ড করার নির্দেশ দিয়েছিলেন।

বিচার বিভাগ স্বাধীন উল্লেখ করে বিচারপতি শামসুদ্দিন মানিক বলেন, বিএনপি-জামায়ত দাবি করছে বিচার বিভাগ নাকি স্বাধীন নয়। এটি একটি মিথ্যাচার। আমি একজন প্রাক্তন বিচারপতি হিসেবে বলছি, বর্তমানে বিচার বিভাগের স্বাধীনতা অসীম।নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধিনায়ক ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধে সরাসরি অংশ নেননি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। তিনি বলেছেন, জিয়া ছিলেন মুক্তিযুদ্ধে ‘অনুপ্রবেশকারী’।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির আয়োজনে ‘দিন বদলের ৭ বছর’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।

এইচ টি ইমামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- অধ্যাপক আনিসুজ্জামান, বিচারপতি শামসুদ্দিন মানিক, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, অর্থনীতিবিদ শামসুল আলম, ড. বিনায়ক সেন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, আ.লীগের উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, ব্যারিস্টার তানিয়া আমীর প্রমুখ।

সভাপতির বক্তব্যে এইচ টি ইমাম বলেন, ‘আমার জানামতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কোনো প্রত্যক্ষ যুদ্ধে অংশগ্রহণ করেননি। তিনি হয়তো অন্য উদ্দেশ্য নিয়ে যুদ্ধে গিয়েছিলেন। পরবর্তীতে তার কর্মকাণ্ডে তাকে ‘অনুপ্রবেশকারী’ বলা যেতে পারে।’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘অনুপ্রবেশকারী হলেও ওই সময় আমাদের জাতীয় ঐক্যের প্রয়োজন ছিল এবং সেক্টর কমান্ডারদের ধরে রাখার দরকার ছিল, তাই তাকে (জিয়া) ধরে রাখা হয়েছিল।’

অধ্যাপক আনিসুজ্জামান বলেন, বর্তমান সরকার অঙ্গীকার অনুযায়ী মানবতাবিরোধী অপরাধের বিচার করতে পেরেছে এবং অপরাধীদের শাস্তি কার্যকর করেছে, যা অনেকেই ভাবতে পারেননি।

তিনি বলেন, ‘আমাদের গর্ব করার মতো অনেক কিছুই আছে। তবে আমাদের আত্মসন্তুষ্টিতে ভুগলে চলবে না। ১৯৭১ সালে বিজয় লাভের পরে আমরা অনেক আত্মসন্তুষ্টিতে ভুগেছিলাম। তখন এ দেশের মুক্তিযুদ্ধবিরোধীরা তাদের কাজ করেছিল। তাই এখন আমাদের আরও বেশি সচেতন হতে হবে।’

গত ২৫ বছরে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ঠিকমতো গড়ে ওঠেনি উল্লেখ করে আনিসুজ্জামান বলেন, ‘এগুলোর দিকে এখন মনোযোগ দেয়ার সময় যাতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ঠিকমতো গড়ে উঠে গণতন্ত্রকে শক্তিশালী ভিতের ওপর প্রতিষ্ঠিত করতে পারে।’

বিচারপতি শামসুদ্দিন মানিক বলেন, ২০১৫ সালের ৫ জানুয়ারিকে ঘিরে বিএনপি-জামায়ত যে তাণ্ডব চালিয়েছিল, তার জন্য ইন্টারন্যাশনাল ক্রাইম (ট্রাইব্যুনাল) অ্যাক্ট ১৯৭৩ এর ৩ ও ১ ধারা মোতাবেক মামলা করা যেতে পারে। এর জন্য খালেদা জিয়ার দায়ও কম নয়, কারণ তিনি সব কর্মকাণ্ড করার নির্দেশ দিয়েছিলেন।

বিচার বিভাগ স্বাধীন উল্লেখ করে বিচারপতি শামসুদ্দিন মানিক বলেন, বিএনপি-জামায়ত দাবি করছে বিচার বিভাগ নাকি স্বাধীন নয়। এটি একটি মিথ্যাচার। আমি একজন প্রাক্তন বিচারপতি হিসেবে বলছি, বর্তমানে বিচার বিভাগের স্বাধীনতা অসীম।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া