adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘুমের ফাঁকে আসামির পলায়ন, তিন পুলিশ প্রত্যাহার

8 SIRAJGANJডেস্ক রিপোর্ট : দায়িত্বে অবহেলার অভিযোগে শাহজাদপুর থানার তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।  তাদিরে বিরুদ্ধে অভিযোগ,  ডাকাতি মামলার এক আসামিকে গ্রেপ্তার করে অটোরিকশায় করে থানায় ফেরার পথে তারা   ঘুমিয়ে পড়লে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যায় ওই আসামি।

গতকাল বুধবার রাতের এ ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে আজ বৃহস্পতিবার তাদের প্রত্যাহার করা হয়।  তারা হলেন কনস্টেবল রবিউল করিম, এনামুল হক ও গণেশ চন্দ্র।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, বুধবার রাতে ওই তিন কনস্টেবল কৈজুরী গ্রাম থেকে ডাকাতি মামলার আসামি ভুট্টো মিয়াকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসছিলেন।  অটোরিকশায় করে থানায় ফেরর পথে তিনজনই ঘুমিয়ে পড়েন।  এই ফাঁকে ভুট্টো মিয়া হাতকড়া পরা অবস্থায় অটোরিকশা থেকে পালিয়ে যান।”

দায়িত্বে অবহেলার কারণে ওই তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে সিরাজগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানান ওসি।

এসব বিষয়ের সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ বলেন, তদন্ত করে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া