adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ এখন কারাগার : ফখরুল

Fukrul1453297943 (1)নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশ এখন একটা কারাগার। কেউ আছে কারাগারের অন্তরালে, আর কেউ দেশের মধ্যে অবরুদ্ধ। এই সরকার সম্পূর্ণ অনৈতিকভাবে ক্ষমতা দখল করে আছে।’ 
 
সন্ধ্যায় বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
 
ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারসহ সব ‘রাজবন্দির’ মুক্তির দাবিতে এ সমাবেশে আয়োজন করা হয়। 
 
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘এই সরকার হত্যা ও গুমের রাজনীতি করে। তারা চৌধুরী আলমসহ বিএনপির অসংখ্য নেতা-কর্মীকে হত্যা ও গুম করেছে। তারা বাকশালী শাসন কায়েম করেছে। হত্যা আর গুমের মাধ্যমে দেশে আতঙ্ক ছড়িয়ে দিতে চাইছে। তারা ত্রাসের রাজত্ব কায়েম করেছে। অনেকে পঙ্গু হয়ে পড়ে আছে। তাদের রক্তদান, তাদের আত্মত্যাগ বৃথা যেতে পারে না। তাদের এই ত্যাগের মাধমেই এ দেশে গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার প্রতিষ্ঠা হবে।’
 
তিনি আরো বলেন, ‘একাত্তরে যেমন মানুষ গণতন্ত্রের চেতনায় সংগ্রাম করেছে, এখনও মানুষ গণতন্ত্রের চেতনায সংগ্রাম করছেন। এই সরকার মানুষের ভোটাধিকার হরণ করেছে। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে বাধ্য করতে হবে।’ 
 
সমাবেশে ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, দফতর সম্পাদক রুহুল কবির রিজভীসহ দলের জ্যেষ্ঠ নেতারা।
 
নজরুল ইসলাম খান বলেন, ‘যে সরকার জনগণের দ্বারা নির্বাচিত, তাদের আচরণ এমন হয় না।তারা জনগণকে ভয় পায়। তাই তাদের ভোট দিতে দেয় না। তারা শহীদ জিয়াউর রহমানকে ভয় পায়। এ কারণে তারা তার কবর সরানোর পরিকল্পনা করেছে। জিয়াউর রহমান শহীদ হওয়ার পর তার জানাজায় লক্ষ লক্ষ লোক এসেছিলেন। তার কবরে হাত দিলে লক্ষ লক্ষ মানুষ বসে থাকবে না।এই কবর সংসদ বা পার্কের কোনো ক্ষতি করছে না। এ থেকে সরকারকে বিরত থাকতে হবে।’
 
রুহুল কবির রিজভী বলেন, ‘সরকার বিএনপিকে ভাঙার চেষ্টা করছে। কিন্তু বিএনপি কোনো কাচের বা চিনা মাটির প্লেট না । ইচ্ছে করলেই এ্টা ভেঙে ফেলা যাবে না।’
 
এ জেড এম জাহিদ বলেন, ‘আমরা এমন একটা দেশে বাস করি, যেখানে সত্য বলার কোনো সুযোগ নেই।এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে কারো কাছে বলে লাভ নেই। আমাদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।’
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া