adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কৃত্রিম ডিভাইস প্রাণঘাতী হয়ে উঠতে পারে : হকিংস

devicepic_113161ডেস্ক রিপোর্ট : মানুষের তৈরি বিভিন্ন কৃত্রিম ডিভাইস একটা সময় মানব সভ্যতার জন্য ভয়াবহ ক্ষতির কারণ হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন প্রফেসর স্টিফেন হকিংস।

প্রফেসর হকিংসের মতে,‘একটা সময় মানুষের নিজেদের সৃষ্টিগুলোই মানবসভ্যতার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। পারমানবিক য্দ্ধু, জলবায়ুর পরিবর্তন এবং কৃত্রিমভাবে তৈরি করা ভাইরাসও এসবের অন্তর্ভুক্ত।’

চলতি বছর ‘বিবিসি রেইথ লেকচার’ দেয়ার সময় দর্শকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিজ্ঞানের নিত্য-নতুন আবিষ্কার নতুন নতুন সমস্যা সৃষ্টি করবে।

তিনি আরও বলেন, ‘যদিও সামনের কয়েক বছরের মধ্যে এমন হওয়ার সম্ভাবনা খুবই কম।’

তবে আশা প্রকাশ করে হকিংস বলেন, ‘আমরা মহাশূন্যে ছড়িয়ে যেতে পারব এবং অন্য গ্রহে থাকার যোগ্যতা অর্জন করব। তাই এই ধরণের বিপত্তি সামগ্রিক মানবসভ্যতার অস্তিত্বের জন্য তেমন কোনো ক্ষতির কারণ হয়ে উঠবে না।’

তিনি বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার ডিভাইস শক্তিশালী হয়ে উঠে মানবজাতির বিপর্যয়ের কারণ হয়ে যেতে পারে।’

তরুণ বিজ্ঞানীদেরকে মহাবিশ্বের জটিলতা সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেন হকিংস।

প্রযুক্তি বর্তমান বিশ্বকে পরিবর্তন করছে সে বিষয়ে সচেতনভাবে গবেষণা করার প্রতি জোর দিতে হবে বলে মনে করেন তিনি।

স্টিফেন হকিংস মনে করেন, কোনো একসময় মানুষ মহাবিশ্বের অন্য গ্রহেও বাস করতে শুরু করবে। কিন্তু আগামী কয়েক শতাব্দীতে এমনটি হবে না।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া