adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাব্বীর মামলা নিলো না পুলিশ

RUBBIনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীকে নির্যাতনের ঘটনায় জড়িত পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসুদ শিকদারের বিরুদ্ধে মামলা নেয়নি পুলিশ।

রাব্বীর আইনজীবী ব্যারিস্টার এহসানুর রহমান, আইনজীবী জুলফিকার আলী ও তার বন্ধু জাহিদ আজ মঙ্গলবার বিকাল ৩ টার দিকে মোহাম্মদপুর থানায় গিয়ে মামলা করতে চান। এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর তাদেরকে বলেন, হাইকোর্টের অর্ডারের লিখিত কপি না পাওয়া পর্যন্ত মামলা দায়ের করা যাবে না।

রাব্বীর বন্ধু বলেন, ‘আমরা আইনজীবীর সার্টিফিকেট নিয়ে মামলা করতে গিয়েছিলাম। তবে ওসি বলেছেন, হাইকোর্টের আদেশ হাতে পেলেই তারা মামলা গ্রহন করবেন।  

তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সাংবাদিকদের বলেছেন, ‘হাইকোর্টের আদেশের কপি হাতে পাওয়ার পর আদেশ অনুযায়ী সব ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীকে নির্যাতনের ঘটনায় জড়িত পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসুদের বিরুদ্ধে করা অভিযোগ (এফআইআর) মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার হাইকোর্টের দুইজন বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চে এ আদেশ দেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া