adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রওশন এরশাদ জাপার সংসদীয় দলের বৈঠক ডেকেছেন

JAPAনিজস্ব প্রতিবেদক : বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠক ডেকেছেন। মঙ্গলবার বিকাল তিনটায় জাতীয় সংসদে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে রওশন এরশাদ এই বিষয়ে ব্রিফ করতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এর আগে গত রোববার  নিজ জেলা রংপুরে সংবাদ সম্মেলন করে ভাই জি এম কাদেরকে দলের কো-চেয়ারম্যান ও উত্তরসূরি ঘোষণা করেন।

এরপর সোমবার রাতে ঢাকায় পার্টির সরকার সমর্থক সাংসদ ও সভাপতিমণ্ডলীর নেতাদের একাংশের যৌথ সভা থেকে এরশাদের সিদ্ধান্তকে গঠনতন্ত্রবহির্ভূত ঘোষণা হয়। একই সঙ্গে এরশাদের স্ত্রী বিরোধী দলীয় নেতা রওশনকে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন করা হয়েছে।
 
ঐ বৈঠকের পর রংপুরে অবস্থানরত এরশাদ একটি হোটেলে সংবাদ সম্মেলন করে জানান, আমি দলের চেয়ারম্যান। আমি সভা ডাকব। আমার অনুপস্থিতিতে সভা ডেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করাটা সম্পূর্ণ অবৈধ। এদিকে আজ দুপুর দুইটার জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন হুসেইন মোহম্মদ এরশাদ। অন্যদিকে, বিকাল তিনটায় রওশন এরশাদ বসবেন সংসদীয় দলের বৈঠকে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া