adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এরশাদ বললেন – মৃত্যুর আগ পর্যন্ত সিদ্ধান্তে অটল থাকব

ersad21453207304

নিজস্ব প্রতিবেদক : মৃত্যুর আগ পর্যন্ত নিজের সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। 

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে বিরোধী দলের সভাকক্ষে দলের সংসদীয় দলের বৈঠক শেষে এরশাদ সাংবাদিকদের বলেন, ‘আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তে অটল আছি। মৃত্যুর আগ পর্যন্ত অটল থাকব।’ 

এর আগে দুপুরে এরশাদ সংবাদ সম্মেলন করে দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে বাদ দিয়ে রুহুল আমিন হাওলাদারকে নতুন মহাসচিব নিয়োগ দেন। তার এই সিদ্ধান্ত দলের সংসদীয় দল প্রত্যাখ্যান করে বলে জানান চিফ হুইপ তাজুল ইসলাম। বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সভাপতিত্বে সংসদীয় দলের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, সংসদীয় কমিটির বৈঠক থেকে তোপের মুখে বেরিয়ে যান এরশাদ। এ সময় তার সঙ্গে সদ্য নির্বাচিত মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারও বের হয়ে যান। 
এ সময় তার পাশে ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম। তিনি সাংবাদিকদের কাছে দাবি করেন, এর আগে তিনি সিদ্ধান্ত প্রত্যাখ্যানের কথা বলেননি। তিনি বলেছেন, ‘স্যারের (এরশাদ) সঙ্গে সংসদীয় দল এক মত হয় নাই। স্যার ও ম্যাডাম (রওশন এরশাদ) পরবর্তীতে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।’

অবশ্য এক ঘণ্টা আগে তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘তাদের এই অবস্থানের সঙ্গে বৈঠকে উপস্থিত এইচ এম এরশাদও নীতিগতভাবে একমত পোষণ করেছেন। দলের চেয়ারম্যান বলেছেন, জাপা ও সংসদীয় দল আলোচনা করে মহাসচিব বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেবে।’

প্রসঙ্গত, গত রোববার রংপুরে এরশাদ তার ছোট ভাই জি এম কাদেরকে দলে কো-চেয়ারম্যান করেন। এর একদিন পর দলের অপর একটি অংশ তার স্ত্রী রওশনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেন। এ নিয়েই এরশাদ ও রওশন এরশাদ পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া