adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘পুলিশ পরিচয়ে’ ঘরে ঢুকে ডাকাতি

index_112975ডেস্ক রিপোর্ট : যশোরের চৌগাছায় পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় আক্তারুল ইসলাম লেন্টু  ও জহুরুল ইসলাম নামে দুইজনকে কুপিয়ে জখম করা হয়েছে ।

জানা গেছে, রোববার গভীর রাতে একদল মুখোশধারী ডাকাত শহরের উপজেলা পরিষদের পার্শ্ববর্তী নিরিবিলি পাড়ায় সার ব্যবসায়ী আক্তারুল ইসলামের বাড়িতে গিয়ে পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলে। দরজা খুলে দিলে তারা আক্তারুলকে জিম্মি করে ডাকাতির চেষ্টা করে। আক্তারুল ও পরিবারের চিতকারে পার্শ্ববর্র্তী বাসা থেকে তার ভাই জহুরুল ইসলামসহ অন্যান্যরা বেরিয়ে এসে ডাকাতদের ধরার চেষ্টা করে। এ সময় ডাকাতরা এলোপাতাড়িভাবে কুপিয়ে আক্তারুল ও জহুরুলকে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে আহত জহুরুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে পুলিশ পরিচয়ে শহরের কেন্দ্রস্থলে ডাকাতির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

চৌগাছা থানার ওসি ইলিয়াস হোসেন জানিয়েছেন, রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত চলছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া