adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কম্পিউটার সিটি থেকে ৩৪ হাজার ল্যাপটপ কিনবে সরকার

2016_01_18_18_58_21_JKATvRvRz6Vfd3AAO6nqcXmlPvQU5U_originalডেস্ক রিপোর্ট : আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, এ বছরেরই শেখ রাসেল ল্যাঙ্গুয়েজ ক্লাব ও ল্যাব তৈরি করা হবে। সেজন্য বিসিএস কম্পিউটার সিটি থেকে ৩৪ হাজার ল্যাপটপ কেনা হবে। ডিজিটাল বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে পৌঁছে যাবে ল্যাপটপ। সারাদেশে  ১ লক্ষ ৭০ হাজার প্রতিষ্ঠানে ইন্টারনেট সংযোগ দেয়া হবে।’

আজ রাজধানীর আগারগাঁওয়ে বিসিএস কম্পিউটার সিটিতে কম্পিউটার মেলা ‘সিটিআইটি ২০১৬’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রতিবছর ৬ লক্ষ ল্যাপটপ দেশে আমদানি করা হচ্ছে। প্রধানমন্ত্রী ২০২৪ সাল পর্যন্ত প্রযুক্তি পণ্যের আমদানির ওপর শুল্ক মওকুফ করেছেন। প্রতিষ্ঠিত স্বনামধন্য প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে পণ্য উৎপাদনের জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা দেয়া হবে।’

‘ডিজিটাল শিক্ষা শিশুদের অধিকার।’ এই স্লোগানে বিসিএস কম্পিউটার সিটি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফা জব্বার, বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি আহমেদ হাসান, এইচপির চ্যানেল সেলস ম্যানেজার মোহাম্মদ ইমরুল হোসাইন ভুঁইয়া এবং মেলার সমন্বয়ক মি. মুজিবুর রহমান স্বপন।

প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার বলেন, ‘১৯৯৮ সাল থেকে শুরু হয় বিসিএস কম্পিউটার সিটির যাত্রা। বর্তমান সরকার আইসিটি খাতে শিশুদের প্রোগ্রামিং শেখানোর প্রকল্পে সবচে বেশি বরাদ্ধ রেখেছে। এবারের মেলার স্লোগান অনুসারে শিশুদের কাছে পৌঁছে যাবে ডিজিটাল শিক্ষা শেখার ডিভাইস। একটা সময় প্রযু্ক্তিতে আমরা উন্নত বিশ্ব থেকে ৩০০ বছর পিছিয়ে ছিলাম। বর্তমানে উন্নত বিশ্বের সাথে প্রযুক্তিতে আমাদের পার্থক্য ১ সেকেন্ডও নেই।’

আহমেদ হাসান বলেন,‘বাংলাদেশে এখন পর্যন্ত শ্রেষ্ঠতম কম্পিউটার বাজার এবং নিরাপদ শপিং করার বিপণন কেন্দ্র এই বিসিএস কম্পিউটার সিটি। মা তার শিশুকে নিয়ে আরামদায়ক শপিং করার নিশ্চয়তা দেয় এই মার্কেট।’

এইচপির চ্যানেল সেলস ম্যানেজার মোহাম্মদ ইমরুল হোসাইন ভুঁইয়া বলেন,‘এবারের মেলায় প্লাটিনাম স্পন্সর হতে পেরে আমরা গর্বিত। এবারের মেলায় নতুন প্রযুক্তি উদ্বোধনের সাথে সাথে আমরা দেব আমাদের পণ্যের ওপর আকর্ষণীয় ছাড়। আমরা আশা করি বাংলাদেশের তরুণরা তথ্য প্রযুক্তিতে একসময় সারা পৃথিবীর নেতৃত্ব দেবে।’

প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে সিটি আইটি ২০১৬।  মেলা চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত। এই মেলায় কম্পিউটার হার্ডওয়ার সফটওয়ার পণ্য সামগ্রী, নেটওয়ার্ক ডাটা কমিউনিকেশন পণ্য সামগ্রী, মাল্টিমিডিয়া আইসিটি শিক্ষা উপকরণ, ল্যাপটপ, ডিজিটাল জীবন ধারা ভিত্তিক প্রযুক্তি ও পণ্য পাওয়া যাবে। 

বিসিএস কম্পিউটার সিটির নিচ তলায় সজ্জিত মঞ্চে প্রতিদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়াও প্রতিযোগিতার মধ্যে আছে শিশু কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গেমিং কনটেস্ট, ডিজিটাল ফটোগ্রাফি, কুইজ এবং রক্তদান কর্মসূচি ছাড়াও বেশ কিছু ভিন্নধর্মী আয়োজন।

মেলায় প্রবেশমূল্য ১০ টাকা। প্রতিবারের মতো এবারও মেলায় শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবে। এ ছাড়াও প্রতিবন্ধীরা বিনামূল্যে মেলায় প্রবেশের সুযোগ পাবে। প্রতিদিন প্রবেশ টিকেটের ওপর র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে দেওয়া হবে আকর্ষণীয় সব প্রযুক্তি পণ্য।

এবারের মেলা আয়োজনের প্ল্যাটিনাম স্পন্সর এইচপি। এছাড়াও সহযোগী স্পন্সর হিসেবে রয়েছে আসুস, এসার, লেনেভো, গিগাবাইট, আরমাগার্ডেন, হিটাচি, ডেল ও মাইক্রো ট্রেন্ড।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া