adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবেলা করে জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে এগিয়ে যেতে হবে।’

59357_99087নিজস্ব প্রতিবেদক : গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন থেকে পিছু হটার সুযোগ নেই জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, ‘ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবেলা করে জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে এগিয়ে যেতে হবে।’

সোমবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় ফখরুল একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘দেশে গণতন্ত্র এখন নির্বাসিত। গণতন্ত্র হরণ করা হয়েছে। বর্তমান সরকার সারাদেশকে একটি কারাগারে পরিণত করেছে। এই কারাগার ভাঙতে হবে। আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এমন কারাগারের জন্য স্বাধীনতার ঘোষণা দেননি।’

জিয়াউর রহমানকে নিয়ে ক্ষমতাসীনদের সমালোচনার নিন্দা জানিয়ে ফখরুল বলেন, অনেকে জিয়াউর রহমানকে খলনায়ক বানানোর চেষ্টা করছে। এমনকি তার সমাধি তুলে নিতে চায়। এতে কিছু যায় আসে না।’

সম্প্রতি বেশকিছু গণমাধ্যমে বিএনপির ভাঙছে এমন খবরে এই প্রক্রিয়ায় তিনি (ফখরুল) জড়িত আছেন বলে পরোক্ষভাবে তাকে ইঙ্গিত করা হয়েছে বলেও অভিযোগ  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের। এমন সংবাদের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হচ্ছে। নেতাকর্মীদের নির্যাতন করা হচ্ছে। এই ধরনের খবর ষড়যন্ত্রের অংশ।’

প্রায় দুই বছর কারাভোগের পর সদ্য জামিনে বের হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন প্রশ্ন রাখেন জিয়াউর রহমান যদি মুক্তিযোদ্ধ না করেন তাহলে কে মুক্তিযোদ্ধ করেছে?’

গণমাধ্যমের খবরে বিএনপি ভাঙার প্রক্রিয়া তার নাম আসায় এর তীব্র সমালোচনা করেন ড. মোশাররফ।

তিনি বলেন, ’১১ বছরে দলের ভারপ্রাপ্ত মহাসচিব পারেননি্। আর আমি মাত্র তিনদিনে সবকিছুর সমন্বয় করে ফেলেছি। যদি সরকারের সঙ্গে সমঝোতাই হয় তাহলে ২২ মাস কারাগারে ছিলাম কেন।”

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা দেননি। সিপাহী জনতা যখন তাকে ক্ষমতায় বসায়, এরপর তিনি জাতিকে দিকনির্দেশনা দিয়েছিলেন।’

জিয়াউর রহমানের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের উদাহরণ দিয়ে তিনি বলেন, তিনি (জিয়াউর রহমান) ছিলেন দূরদৃষ্টিসম্পন্ন রাষ্ট্রনায়ক, দক্ষ প্রশাসক ও পরিশ্রমী।’

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মওদুদ বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় আসুক আর নাই আসুক গণতন্ত্রের স্বার্থে দলটিকে বাঁচিয়ে রাখতে হবে।’ তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, আজ না হয় কাল, না হয় পরশু জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে।’

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজউদ্দিন বলেন, ‘১৯৭৫ সালের ৭ নভেম্বর জিয়াউর রহমান ক্ষমতায় বসেননি তিনি দায়িত্ব গ্রহণ করেন। স্পষ্ট করে বলতে চাই, তিনি (জিয়াউর রহমান) কোনো ষড়যন্ত্র বা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নয়, সিপাহী জনতা তাকে ক্ষমতার শূন্যস্থানে নিয়ে আসে। আর এজন্য সিপাহী জনতা দায়ী।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি খন্দকার মোস্তাহিদুর রহমান বলেন, ‘বিএনপি অবৈধ হলে আওয়ামী লীগও অবৈধ। জিয়াউর রহমানের পাঁচটি মন্ত্র ছিল। তা হলো স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশি জাতীয়তাবাদ, স্ব-নির্ভর অর্থনীতি ও গণতন্ত্র।’

এদিকে দলের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আসতে থাকেন। আলোচনার ফাঁকে ফাঁকে নেতাকর্মীরা নানা স্লোগান দিয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন   অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, সাংবাদিক শফিক রেহমান প্রমুখ।  অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী আহমেদ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া