সালমানের সঙ্গে শুটিংয়েও যাচ্ছেন লুলিয়া!
বিনোদন ডেস্ক : রুমানিয়ান টিভি ব্যক্তিত্ব লুলিয়া ভানতুরের সঙ্গে সম্পর্কের কথা অানুষ্ঠানিকভাবে কখনো স্বীকার করেননি বলিউড অভিনেতা সালমান খান। যদিও বিভিন্ন অনুষ্ঠানে এ দু'জনকে একসঙ্গে প্রায়ই দেখা যাচ্ছে। যেমন গত ২৭ ডিসেম্বর সালমানের ৫০তম জন্মদিনে উপস্থিত ছিলেন লুলিয়া। শুধু তাই নয়, নিজ পরিবারের অনেক সদস্যকে ডিঙিয়ে সালমান তার 'ঘনিষ্ঠজন' লুলিয়ার মুখে জন্মদিনের কেকও তুলে দেন। এ থেকে রুমানিয়ান এ মডেলের সঙ্গে সালমানের সম্পর্ক যে গভীরতর তা হয়তো কারো বোঝার বাকি নেই। সাম্প্রতিক একটি ব্যাপার থেকে তাদের মধ্যকার সম্পর্কের গভীরতা আরো জোরালো হয়েছে। রিয়েলিটি শো 'বিগ বস ৯'র শুটিংয়ের সেটে সম্প্রতি লুলিয়াকে দেখা গেছে। অর্থাৎ সালমানের সঙ্গে শুটিংয়ের সেটেও যাওয়া শুরু করে দিয়েছেন এই সুন্দরী। স্থানীয় সেলিব্রেটি ও ফ্যাশন ওয়েবসাইট 'পিংকভিলা' তাদের এক প্রতিবেদনে একথা জানিয়েছে।