adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাণিজ্য মেলা বন্ধে খুলনায় আন্দোলন

92738055খুলনা স্টেডিয়াম থেকে জহির ভূইয়া : বিভাগীয় শহর খুলনায় এখন আন্দোলনের বাতাস বইছে। তবে সেটা বিরোধী দলের আন্দোলন নয়। সরকারী দলের নিজেদের মধ্যেই এই আন্দোলন শুরু হয়েছে। কারন খুলনা সার্কিট হাউজের মাঠে র্দীঘ বহু বছর ধরে ক্রিকেট আর ফুটবলের অনুশীলন চলেছে আসছে। এই মাঠ থেকেই বহু ক্রিকেটার তৈরি হয়েছে। এই মাঠই খুলনার বিভাগের খেলোয়াড় তৈরির কারখানা বলে জানালেন বিসিবি পরিচালক শেখ সোহেল। অথচ এই সার্কিট হাউজ মাঠে ২২ জানুয়ারী থেকে বানিজ্য মেলা বসানোর আয়োজন শুরু হয়েছে। এ নিয়ে খুলনা বিভাগে সরকারের উপরের মহলে দুই গ্রুপ কাজ করছে। বিপক্ষে আছেন শেখ সোহেল ও বহু উর্ধ্বতন কর্তকর্তা।
শেখ সোহেল জেলা প্রশাসক-কে জানিয়ে দিয়েছেন তিনি যেন ২২ জানুয়ারী সার্কিট হাউজে বানিজ্য মেলা আয়োজনের অনুমতি না দেন। এ প্রসঙ্গে শেখ সোহেল মিডিয়াকে এগিয়ে আসতে অনুরোধ জানালেন। তিনি আজ খুলনা স্টেডিয়ামে সাংবাদিকদের বলেন,“স্বারকলিপি তৈরি হয়েছে। খুলনার সকল স্তরের মানুষ এতে স্বাক্ষর করেছে। এছাড়া কয়েক দিন আগেই স্কুলের বাচ্চারা আর ক্রিকেটাররা সার্কিট হাউজ মাঠে বানিজ্য মেলা আয়োজনের বিরুদ্ধে মানব বন্ধন করেছে। এটা এখন ক্রীড়াঙ্গনের দাবী। কোন অবস্থাতেই যেন এটা না হয়। আরও তো অনেক মাঠ আছে। সেখানে বানিজ্য মেলা আয়োজন করলে সমস্যা কোথায়! আসলে খুলনার একটি দূর্নীতিগ্রস্থ মহল ২৫-২০ লাখ টাকা খাবার জন্য এটা করতে চাইছে। এটা হতে দেয়া হবে না।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া