adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফিল্মফেয়ারেও রানভির-দিপিকা সেরা

full_193524969_1452923663বিনোদন ডেস্ক : ২০১৫ সালটা নিজের করে নিতে চলেছিলেন দিপিকা পাড়ুকোন এটা সবার জানা ছিল। 'পিকু' সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য প্রতিটি অ্যাওয়ার্ড আসরেই সেরার খেতাব জিতেছেন, ফিল্মফেয়ার আসরেও তার ব্যতিক্রম ঘটলো না। সেরা অভিনেত্রী হিসেবে নিজের দ্বিতীয় ফিল্মফেয়ারটি জিতে নিয়েছেন তিনি।

ওদিকে 'বাজিরাও মাস্তানি' সিনেমার জন্য সেরা অভিনেতা বিভাগে নিজের প্রথম ফিল্মফেয়ারটি হাতে পেয়েছেন রানভির সিং। সঞ্জয় লিলা বানসালির পরিচালনায় মারাঠা সেনানায়ক পেশোয়া বাজিরাও ও মুসলমান রাজকন্যা মাস্তানির ঐতিহাসিক প্রেমের আখ্যান 'বাজিরাও মাস্তানি' সেরা চলচ্চিত্র ও সেরা পরিচালকসহ ৯টি বিভাগে অ্যাওয়ার্ড জিতেছে।

তাছাড়া সুজিত সরকারের 'পিকু'র ঝুলিতে গেছে পাঁচটি অ্যাওয়ার্ড। বর্ষীয়ান বাঙালি অভিনেত্রী মৌসুমি চ্যাটার্জিকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়েছে।

তবে বছরের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা 'বাজরাঙ্গি ভাইজান' অনেকগুলো মনোনয়ন পাওয়া সত্ত্বেও ঝুলিতে পুরেছে কেবল একটি অ্যাওয়ার্ড। একটি বোবা পাকিস্তানি মেয়েকে এক ভারতীয় যুবকের বাড়ি পৌঁছে দেয়ার গল্পটি সেরা নির্বাচিত হয়েছে।

গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড বিজয়ীদের তালিকা তুলে ধরা হলো:

কেন্দ্রীয় চরিত্রে প্রধান অভিনেতা (নারী) – দিপিকা পাড়ুকোন (পিকু)

কেন্দ্রীয় চরিত্রে প্রধান অভিনেতা (পুরুষ) – রানভির সিং (বাজিরাও মাস্তানি)

সেরা চলচ্চিত্র – বাজিরাও মাস্তানি

সেরা পরিচালক – সঞ্জয় লিলা বানসালি (বাজিরাও মাস্তানি)

সেরা নবাগত পরিচালক – নিরাজ ঘেওয়ান (মাসান)

সেরা নবাগতা – ভুমি পেদনেকার (দাম লাগাকে হাইশা)

সেরা নবাগত – সুরাজ পাঞ্চোলি (হিরো)

সমালোচকদের পছন্দে সেরা চলচ্চিত্র – পিকু

সমালোচকদের পছন্দে সেরা অভিনেতা (পুরুষ) – অমিতাভ বচ্চন (পিকু)

সমালোচকদের পছন্দে সেরা অভিনেতা (নারী) – কাঙ্গানা রানাওয়াত (তানু ওয়েডস মানু রিটার্নস)

পাশ্বর্-চরিত্রে সেরা অভিনেতা (নারী) – প্রিয়াঙ্কা চোপড়া (বাজিরাও মাস্তানি)

পাশ্বর্-চরিত্রে সেরা অভিনেতা (পুরুষ) – অনিল কাপুর (দিল ধাড়াকনে দো)

আজীবন সম্মাননা – মৌসুমি চ্যাটার্জি

সেরা সঙ্গীত – আঙ্কিত তিওয়ারি, মিট ব্রোস অঞ্জন এবং আমাল মালিক (রয়)

সেরা প্লেব্যাক শিল্পী (নারী) – শ্রেয়া ঘোষাল (দিওয়ানি মাস্তানি – বাজিরাও মাস্তানি)

সেরা প্লেব্যাক শিল্পী (পুরুষ) – অরিজিৎ সিং (সুরাজ ডুবা হ্যায় – রয়)

সেরা গীতি – ইরশাদ কামিল (আগার তুম সাথ হো – তামাশা)

সেরা গল্প – ভিজয়েন্দ্র প্রসাদ (বাজরাঙ্গি ভাইজান)

সেরা সংলাপ – হিমাংশু শর্মা (তানু ওয়েডস মানু রিটার্নস)

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া