adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বয়ংক্রিয় ডিজিটাল বিদ্যুত উতপাদন যন্ত্র ও সাশ্রয়ী সেচ যন্ত্র উদ্ভাব করলনে মিজানুর

85262_136ডেস্ক রিপোর্ট : শার্শার ক্ষুদে বিজ্ঞানী মিজানুর রহমান এবার উদ্ভাবন করলেন স্বয়ংক্রিয় ডিজিটাল বিদ্যুত উতপাদন  যন্ত্র ও সাশ্রয়ী সেচ যন্ত্র। শার্শা উপজেলা নির্বাহী অফিসার আব্দুর সালমের পৃষ্ঠপোষকতায় ও নিজস্ব প্রচেষ্টায় ক্ষুদে বিজ্ঞানী উদ্ভাবক মিজানুর রহমান নিরন্তর গবেষণা চালিয়ে একের পর এক নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে সাশ্রয়ী ও সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার ভিতরে রেখে এ সকল ডিজিটাল যন্ত্র উদ্ভাবন করে চলেছেন। তার দক্ষতা ও মেধা কাজে লাগিয়ে স্বয়ংক্রিয় ডিজিটাল অগ্নি নির্বাপক যন্ত্র ও অগ্নি প্রতিরোধক জ্যাকেট তৈরী করে গত বছর ৩৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে সারা দেশের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করে এবং জাতীয় পুরস্কার সনদ লাভ করে। সল্প শিক্ষিত ও উদ্ভবক মিজানুর রহমান বিভিন্ন উতসব ও বিভিন্ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কাটার জন্য দেশের যে কোন প্রান্ত থেকে মোবাইল সিষ্টেমের মাধ্যমে প্রধান অথিতি অনুষ্ঠানে উপস্থিত না থেকেও ফিতা কেটে উদ্বোধন করার এ যন্ত্রটি আবিষ্কার করে মানুষকে তাক লাগিয়ে দিয়েছেন। অভাব অনটনের কারণে মিজানুর রহমানের লেখাপড়া বেশিদুর এগোয়নি। গরিব পিতার সংসারে পিতার রাইস মিলে থেকে তার কিশোর জীবন শেষ হয়। এর মধ্যে কাজ নেই মটোরসাইকেল ম্যাকানিক্সের। দীর্ঘদিন এ পেষায় থেকে নিজে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে পিতা মাতার সংসারে মিজানুর রহমান এখন একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি। ম্যাকানিক্সের কাজ করেই তার সংসার চলে। উপজেলা মসজিদ মার্কেটের একটি ঘর স্বপ্ল মূল্যে পজিশন নিয়ে সেখানেই তার গবেষনা চালাতে থাকে। ডিজিটাল দেশ গড়ার স্বপ্নে ক্ষুদে উদ্ভাবক মিজানুর রহমান নিরন্তর ভেবেই চলে কিভাবে সাশ্রয়ী উদ্ভাবন করা যায়। গত বছর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে পুরস্কার পাওয়ার পর এবারও পুরস্কার পাওয়ার লক্ষে উদ্ভাবন করেছেন সয়ংক্রিয় ডিজিটাল বিদ্যুত উতপাদন ও সেচ যন্ত্র। যা চালাতে জ্বালানী তেল প্রয়োজন হবে না। দীর্ঘস্থায়ী ও মানসম্মত এ যন্ত্রটির মাধ্যমে চালু অবস্থায় ২০-২৫টি এনার্জি বাল্ব জ্বালানো সম্ভব এবং গভির নলকুপে সেচ সংযোগ দিয়ে ৫-১০ বিঘা পর্যন্ত ব্যোরো ধান চাষ করা সম্ভব। উদ্ভাবক মিজানুর রহমান এ প্রতিনিধিকে বলেন প্রায় এক লক্ষ টাকা ব্যায়ে জ্বালানী বিহিন ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয় ভাবে বিদ্যুত  উতপাদন ও সেচ যন্ত্রটি উদ্ভাবন করা হয়েছে। এ যন্ত্রটি উদ্ভাবন করার জন্য ৩০ কেজি ওজনের একটি ফ্লাই হুইল, একটি ডিসি মোটর, পোনে এক কিলো ওয়ার্টের একটি জেনারেটর একটি ট্রান্সাফর্মা, বৈদ্যুতিক সরঞ্জাম ও একটি চ্যাচিজ ব্যাবহার করা হয়েছে। উক্ত যন্ত্রটি পরিবেশ দূষন মুক্ত, শব্দ বিহিন, ভাইব্রেশন মুক্ত, ঝুকি মুক্ত ও সেল্ফ স্টার্ড। এ বছরও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে মিজানুর রহমান জাতীয় পুরষ্কার পাওয়ার আশাবাদী। উদ্ভাবনকৃত এ যন্ত্রটি যশোর জেলা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার থেকে প্রদর্শিত হচ্ছে। তিনি আরও বলেন সরকারী পৃষ্ঠোপোষকতা ও অর্থনৈতীক সহোযগিতা পেলে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে নতুন নতুন সৃষ্টির উদ্ভাবনে চেষ্টা চালিয়ে যাব।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া