adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাঞ্জাবে মাফিয়া রাজের অবসান হবে : কেজরিওয়াল

full_2079475456_1452829702 (1)আন্তর্জাতিক ডেস্ক : পাঞ্জাবে আগামী বছর অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনের প্রচার অভিযান শুরু করে দিয়েছে আম আদমি পার্টি বা আপ।

অকালি-বিজেপি শাসিত ওই রাজ্যটিতে বৃহস্পতিবার নির্বাচনি প্রচার অভিযান শুরু করে দেন আপ প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি দলীয় সমর্থকদের উদ্দেশ্যে এক সমাবেশে বক্তব্যে বলেন, ‘আমাদের দল পাঞ্জাবে নিজস্ব ক্ষমতায় নির্বাচনি লড়াই করতে সক্ষম। এখানকার মানুষের অকালি-বিজেপি জোট সরকারের উপর থেকে আস্থা উঠে গেছে।’  

পাঞ্জাবের রাজনৈতিক চিত্রে এই প্রথমবার আম আদমি পার্টির সমাবেশে বক্তব্য দিয়ে অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘কেন্দ্রীয় সরকার আমাদের সঙ্গে বৈষম্য করছে। কিন্তু তা সত্ত্বেও আমরা ভালোভাবে সরকার পরিচালনা করছি।’

তিনি বলেন, ‘পাঞ্জাবে অকালি এবং কংগ্রেসের ওপর বিশ্বাস না থাকায় মানুষ আম আদমি পার্টির ওপর ভরসা করছে। আমরা এই বিশ্বাসকে সর্বাবস্থায় কায়েম রাখব।’

তিনি দলকে পুনরুজ্জীবিত করতে অঙ্গীকার করে বলেন, ‘আমি খুব শিগগিরই পাঞ্জাবে ফিরে আসছি এবং রাজ্যের সমস্ত ১১৭টি আসনে সৎ এবং ভালো ভাবমূর্তিসম্পন্ন প্রার্থী দাঁড় করাব। মানুষের সহযোগিতায় তৈরি হওয়া ‘আপ’ সরকারের মাধ্যমে দিল্লির মতো পরিষ্কার পরিচ্ছন্ন সরকার দেয়ার দেয়ার চেষ্টা করা হবে।’

কেজরিওয়াল হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘পাঞ্জাবের অকালি সরকার তাদের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে। সরকার তৈরি হওয়ার পর এর হিসাব নেয়া হবে। এখানে আম আদমি পার্টি’র সরকার গঠন হওয়ার পরে বাদলের সম্পত্তি নিয়ে তদন্ত করা হবে এবং মাফিয়া রাজের অবসান হবে।’

প্রসঙ্গত, পাঞ্জাবে বর্তমানে অকালি-বিজেপি জোট সরকারে মুখ্যমন্ত্রীর আসনে রয়েছেন অকালি নেতা প্রকাশ সিং বাদল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া