adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়টা বড় কোন ঘটনা না-মাশরাফি

IMG_20160115_184723খুলনা স্টেডিয়াম থেকে জহির ভূইয়া 
টি২০ সিরিজে ১-০ ব্যবধানে জয়ের পর সন্ধ্যায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফি মিডিয়াকে বলেন,“এটা কোন বড় ঘটনা না।” ৪ উইকেটে জয়ের ম্যাচে সাকিব আল হাসানের মতো অভিজ্ঞ অলরাউন্ডার ৬ নম্বরে আর মুশফিক ব্যাট করেছেন ৫ নম্বরে। এছাড়া অভিষেক ম্যাচে নুরুল হাসানের দিকেও মিডিয়ার দৃস্টি ছিল। সংবাদ সম্মেলনে সব প্রসঙ্গের জবাব দিলেন মাশরাফি।
বলেন,“আসলে সাকিব ৬ নম্বরে ব্যাট করার মতো ব্যাটসম্যান সে নয়। কিন্তু তাকে যে কোন জায়গাতেই রাখা যায়। তাকে উপরে তুলে আনাটা কোন বিষয় না। দলের লাভ চিন্তা করেই ৬ নম্বরে সাকিবের নাম রাখা হয়েছে। এছাড়া মুশফিকের বিষয়টিও তাই।”
নতুন বছরে জয় দিয়ে সিরিজ শুরু! প্রসঙ্গে সামনে চলে এলে মাশরাফি জবাবে বলেন,“আসলে জয়টা বড় কোন ঘটনা নয়। নতুন বছরে জয় এসেছে এটা ঠিক। কিন্তু এখনও ৩ ম্যাচ বাকী আছে।” অভিষেক ম্যাচে নুরুল হাসানকে কেমন দেখলেন? জানতে চাইলে অধিনায়ক বলেন,“অভিষেক ম্যাচে যতোটা রিলাক্স থাকার কথা ততোটাই ছিল হাসান। এছাড়া সে উইকেটরক্ষকের ভূমিকাটাও বেশ ভালই পালন করেছে। সামনে এসে বল রিসিভ করেছে হাসান। তবে এক ম্যাচ দেখে কাউকে নিয়ে মন্তব্য করা ঠিক না।”

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া