adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কবি রফিক আজাদ গুরুতর অসুস্থ

rofiq1452851048নিজস্ব প্রতিবেদক : বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি রফিক আজাদ মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে অসুস্থ হয়ে রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি হয়েছেন।
 
শ্রাবণ প্রকাশনীর প্রকাশক রবিন আহসান এই তথ্য জানিয়েছেন।
 
সদা প্রাণচঞ্চল, আড্ডাবাজ এই কবিকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। তিনি অধ্যাপক ডা. হারিসুল হকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
 
জানা গেছে, বৃহস্পতিবার রাতে কবি রফিক আজাদ নিজ বাসায় চেয়ারে বসা অবস্থায় হঠাৎ পড়ে যান। পরে তাকে বারডেম হাসপাতালে নেওয়া হয়। সেখানে শয্যা না পাওয়ায় তাকে দ্রুত আনোয়ার খান মর্ডান হাসপাতালে নেওয়া হয়। তাকে আইসিইউতে রাখা হয়েছে।
 
কবি রফিক আজাদ দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি ও ফুসফুস জটিলতায় ভুগছেন।
 
রফিক আজাদ ষাটের দশকের অন্যতম কবি। কবিতায় স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি, একুশে পদকসহ নানা পুরস্কার পেয়েছেন।
 
১৯৪১ সালে টাঙ্গাইলের ঘাটাইলে তিনি জন্মগ্রহণ করেন। তার কাব্যগ্রন্থের মধ্যে অন্যতম হচ্ছে- সীমাবদ্ধ জলে সীমিত সবুজে, চুনিয়া আমার আর্কেডিয়া, পাগলা গারদ থেকে প্রেমিকার চিঠি। মুক্তিযোদ্ধা কবি রফিক আজাদ মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশের সমাজ বাস্তবতায় ‘ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র খাব’ লিখে আলোচিত হন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া