adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পুরান ঢাকায় চলছে সাকরাইন উতসব

03_98538নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকায় চলছে ঐতিহ্যবাহী ‘সাকরাইন’ উতসব। পৌষ সংক্রান্তি ও মাঘ মাসের শুরুর এ দিনটিতে আগুন নিয়ে খেলা ও আতশবাজির মধ্য দিয়ে শুরু হয়েছে প্রথম প্রহর। বৃহস্পতিবার সকাল থেকে গান বাজনার তালে তালে শুরু হয়েছে ঘুড়ি ওড়ানোর উন্মাদনা। ছোট-বড় সবার অংশগ্রহণে মুখরিত হচ্ছে প্রতিটি বাড়ির ছাদ, চলছে ঘুড়ির সাম্যবাদ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে উতসবের মুখরতা। বাড়ছে আকাশে ঘুড়ির সংখ্যাও।

এদিনে পুরান ঢাকার শাঁখারি বাজার, রায়সাহেব বাজার, বংশাল, সূত্রাপুর, বাংলাবাজার, সদরঘাট এলাকার মানুষ সারাদিন ঘুড়ি ওড়ান। আয়োজন করা হয় পুরান ঢাকার নানা ধরনের ঐতিহ্যবাহী খাবারের।

এদিনটিতে পুরান ঢাকার আকাশে শোভা পায় নানা রং আর বাহারি আকৃতির ঘুড়ি। এছাড়াও আগুন নিয়ে খেলা, আতশবাজি ফোটানো এ উতসবের অন্যতম অনুষঙ্গ। তবে সকালের তুলনায় বিকালে এ উতসব বেশি মুখরিত হয়।

সাকরাইন উতসবকে পৌষ সংক্রান্তি বা ঘুড়ি উতসবও বলা হয়। এ উতসবে অংশ নেন সব ধর্ম, পেশার বিভিন্ন বয়সের মানুষ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া