adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাঈদীর সাথে দেখা করলেন তার আইনজীবীরা

Delwar-Hossain-Sayeedi-12নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর সঙ্গে দেখা করতে কাশিমপুর কারাগারের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন তার তিন আইনজীবী। আইনজীবীরা হলেন অ্যাডভোকেট ইউসুফ আলী, অ্যাডভোকেট সাইফুর রহমান এবং অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। তাদের সাথে আছেন সাঈদীর ছোট ছেলে মাসুদ সাঈদী মাসুদ সাঈদী জানান, মাওলানা সাঈদীর সাথে কারাগারে দেখা করে তারা রিভিউ আবেদনের বিষয়ে কথা বলবেন। কোন কোন পয়েন্টে বা যুক্তিতে রিভিউ করা যাবে সে বিষয়গুলো নিয়েই মূলত কথা বলবেন আইনজীবীরা। তিনি বলেন, ‘ইতোমধ্যে রিভিউ প্রসঙ্গে আমাদের প্যানেল ল’ইয়াররা অনেক প্রস্তুতি নিয়ে রেখেছেন, সে বিষয়গুলো বাবার সঙ্গে শেয়ার করবেন। বাবার কোনো পরামর্শ বা গাইড লাইন থাকলে আইনজীবীদের বলবেন।’ এদিকে, সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে সর্বোচ্চ সাজা চেয়ে রিভিউ করেছে রাষ্ট্রপক্ষ। গতকাল মঙ্গলবার দুপুরে রাষ্ট্রপক্ষ সাঈদীর মামলায় সাজা বৃদ্ধি চেয়ে রিভিউ আবেদন করে।

মানবতারিবোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনাল ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে সাঈদী আপিল করেন। আপিল বিভাগ ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেয়। আদালত সাঈদীর এ রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করে দীর্ঘ ১৫ মাস পর। রায় প্রকাশের পর এ মামলার পক্ষসমূহের রিভিউ আবেদন করার পথ তৈরি হয়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া