adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরেনি হাজারীবাগের ট্যানারি ৭২ ঘণ্টা শেষ

images 72_112383ডেস্ক রিপোর্ট :  হাজারীবাগ থেকে ৭২ ঘণ্টার মধ্যে ট্যানারি স্থানান্তর করার নির্দেশ দিয়েছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। কিন্তু নির্ধারিত ৭২ ঘণ্টা সময় শেষ হওয়ার পরও হাজারীবাগের ট্যানারি মালিকরা সেই নির্দেশ অনুযায়ী হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তরিত করেননি। সাভারের হেমায়েতপুরে স্থানান্তরিত হয়নি কোনও ট্যানারি কারখানা।

মন্ত্রীর সিদ্ধান্ত বাস্তবায়ন হলে দেশের ট্যানারি শিল্প বন্ধ হয়ে যাবে বলে মনে করছেন ট্যানারির মালিকরা। বুধবারও দেখা গেছে, সচল ছিল হাজারীবাগের প্রত্যেকটি কারখানা।

জানা গেছে, বিসিক ও ট্যানারি মালিকদের মধ্যে হওয়া সমঝোতা স্মারক অনুযায়ী, মালিকদের ২০১৪ সালের ডিসেম্বরের মধ্যে হাজারীবাগের সব ট্যানারি সাভারে স্থানান্তরের কথা ছিল। হাজারীবাগ থেকে সাভারে চামড়া শিল্পনগরী হস্তান্তর করার জন্য ১২১ জন শিল্প মালিককে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। যদিও দুই দফা সময় বাড়িয়ে ট্যানারি স্থানান্তরের সময়সীমা গত বছরের ৩১ ডিসেম্বর করা হয়। ট্যানারি মালিকরা এ সময়ের মধ্যে স্থানান্তরিত না হওয়ায় গত রোববার ৭২ ঘণ্টা সময় দেন শিল্পমন্ত্রী।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া