adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মোবাইল ফোনে ভাইব্রেশন ভূত

downloadআন্তর্জাতিক ডেস্ক :মোবাইল ফোন নামের ছোট যন্ত্রটি আমাদের জীবনের সঙ্গে এতটাই ওতপ্রোত হয়ে মিশে গেছে যে সেটি চুপচাপ অবস্থায়ও আমাদের ব্যতিব্যস্ত করে রাখে। মোবাইল ফোন যেন অনেকটা ‘ভূত’ হয়ে আমাদের ওপর চেপে বসেছে।

জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির সহকারী অধ্যাপক ও দার্শনিক ড. রবার্ট রোসেনবার্গার জানান সাম্প্রতিক এক গবেষণার কথা। মোবাইল ফোনের প্রভাব যাচাই করতে গিয়ে দেখা যায়, মোবাইল ফোনে ভাইব্রেশন না হওয়ার পরও ভাইব্রেশনের অনুভূতির কথা জানিয়েছে ৯০ শতাংশ ব্যবহারকারী। এটাকে তিনি এক ধরনের ‘হ্যালুসিনেশন’ বলে অভিহিত করেছেন। তাঁর মতে, মোবাইল ফোন ব্যবহারে মানুষের শরীর এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে ফোনে কোনো রকম কার্যক্রম না থাকলেও অনেকে অনেক সময় সেটার ভাইব্রেশন অনুভব করে। ড. রোসেনবার্গার আরো বলেন, ‘বিভিন্ন ধরনের প্রযুক্তির উপস্থিতিতে আজকের দিনের মানুষের ভেতর উদ্বেগ আরো বেড়েছে। আমাদের ভেতর অস্থিরতার প্রবণতা আরো বেড়েছে।’ মোবাইল ফোন চুপচাপ থাকার পরও ভাইব্রেশন অনুভবের বিষয়টিকে তিনি সেই অস্থিরতা হিসেবেই চিহ্নিত করেছেন। তিনি এটাকে বলছেন ‘ফ্যান্টম ভাইব্রেশন সিনড্রম’ তথা ভৌতিক ভাইব্রেশন উপসর্গ। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া