adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বরফের জন্য গাড়ির এরকম অবস্থা !

2016_01_13_11_50_37_9fE7mNGvGkjYY5hyROZjCK8PZueNP5_original (1)আন্তর্জাতিক ডেস্ক : আপনার কি গরম লাগছে? তাহলে গা থেকে সোয়েটারটা খুলে ফেলুন। এবার ওপরের ছবিটার দিকে তাকান। কি, চিনতে পারছেন না? ও মাই গড, এটা গাড়ি! ঠিকই ধরেছেন। বরফ জমে এর এ অবস্থা হয়েছে।বরফে জমে যাওয়া গাড়িটির ছবি তুলেছেন মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক ফটো সাংবাদিক। তিনি নিউইয়র্ক শহরের বাফেলো এলাকা থেকে ছবিটি তুলেছেন।শীতের এ সময়টাতে ঠকঠক করে কাঁপছে নিউইয়র্ক বিশেষ করে বাফেলো এলাকার বাসিন্দারা। তুষারপাত হচ্ছে নিয়মিতই। তাই তো গাড়িটির চারপাশে কয়েক ইঞ্চি পুরু বরফ জমেছে। বরফ জমে গাড়িটি অন্য কিছুর আদল নিয়েছে। যার কারণে এটিকে ঠিক গাড়ি বলে মনে হচ্ছে না।আগামি দিনগুলোতে নাকি আরো বেশি তুষারপাত হবে। বাফেলো এলাকায় ৩ ফুট বরফ জমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। মাত্র তিন ফুট! গতবছর তো এখানে ১২ ফুট বরফ বরফ জমেছিল যা গলেছে জুলাইয়ের শেষ নাগাদ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া