adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে অভিনেতা গ্রেফতার

kikusharda-ramrahim1452677102বিনোদন ডেস্ক : ভারতীয় টিভি চ্যানেল কালারসের জনপ্রিয় অনুষ্ঠান ‘কমেডি নাইট উইথ কাপিল’ খ্যাত কিকু শার্দাকে গ্রেফতার করেছে পুলিশ। বাবা গুরমিত রাম রহিম সিংকে ব্যঙ্গ করায় তাকে গ্রেফতার করা হয়েছে।
 
বর্তমানে তাকে হরিয়ানার কাইথাল থানা হাজতে ১৪ দিনের আটকাদেশ দেওয়া হয়েছে।  

‘কমেডি নাইট উইথ কাপিল’ টিভি শোয়ে পলক চরিত্রে অভিনয় করেন কিকু। তার বিরুদ্ধে অভিযোগ তিনি ধর্মীয় গুরু গুরমিত রাম রহিম সিংয়ের অনুসারীদের অনুভূতিতে আঘাত করেছেন। 

গত ২৭ ডিসেম্বরে ২০১৫ তে প্রচারিত ‘কমেডি নাইট উইথ কাপিল’ শোয়ের একটি পর্বে গুরমিত রাম রহিম সিংয়ের চরিত্রে অভিনয় করেন পলক অর্থাৎ কিকু। এরপর গুরমিত সিংয়ের একজন অনুসারী কিকুর বিরুদ্ধে থানায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ করেন। অভিযোগ দায়ের করা হয় ১ জানুয়ারি ২০১৬। 

বিষয়টি নিয়ে কিকু শার্দা বলেছেন, ‘আমি কারো ধর্মীয় অনুভুতিতে আঘাত করতে চাইনি। দুঃখিত, আমি শুধু স্ক্রিপ্ট অনুসরণ করছিলাম। আমি একজন শিল্পী, আমাকে যে চরিত্র দেওয়া হয় সেটিই করি। আমি ইতোমধ্যে ক্ষমা চেয়েছি। আমি কাউকে আঘাত করতে চাইনি।’

কিকু সাধারণত ছোট পর্দাতেই অভিনয় করে থাকেন। ‘কমেডি নাইট উইথ কাপিল’ সহ কয়েকটি রিয়েলিটি শোয়ে দেখা গেছে তাকে।  

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া