adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সব সময় বার্সেলোনায় থাকতে চান মেসি

news_imgস্পোর্টস ডেস্ক : পঞ্চমবারের মতো ফিফা বর্ষসেরা পুরস্কার (ব্যালন ডি’অর) জয়ের পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বার্সার আর্জেন্টাইন তারকা লিওলেন মেসি বলেছেন, ক্লাব ক্যারিয়ারে বার্সেলোনা ছাড়ার কোনোই আগ্রহ নেই তার। বার্সার তার অন্যতম ঠিকানা।

সাংবাদিকদের মেসি বলেন, ‘শেষ দিন পর্যন্ত আমি বার্সেলোনাতেই থাকতে চাই। বরাবরের মতোই দলের জন্য সবটুকু দিয়ে দায়িত্ব পালন করতে চাই। আমি মনে করি এটিই আমার জন্য উচিৎ কাজ হবে।’

মেসি, যে কিনা ১৩ বছর বয়সে বার্সেলোনায় পাড়ি জমিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ৫ বার ব্যালন ডি’অর জয় করেছেন। ১৫ বছর ধরে কাতালান ক্লাবটির সেবা দিয়ে আসছেন এই ক্ষুদে জাদুকর।

মেসির নৈপুণ্যেই ২০১৫ সালে চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ সহ প্রথমবারের মতো এক মৌসুমে ৫টি শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা। এছাড়া জাতীয় দলের জার্সি গায়ে গত কোপা আমেরিকায় দলকে ফাইনালে নিয়ে যায় মেসি। যদিও স্বাগতিক চিলির বিপক্ষে টাইব্রেকারে হেরে শিরোপা বঞ্চিত হয়েছিলো আর্জেন্টিনা।

বার্সার সাথে মেসির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৮ সালে। যখন ৩১ বছরে পা রাখবে আর্জেন্টাইন এই ফুটবল সেনশেসন। সূত্র: গোল ডটকম

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া