adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বোরকা পরলেই গুণতে হবে সাড়ে ৭ লাখ টাকা

download (1)আন্তর্জাতিক ডেস্ক : যদিও মুসলিম নারীদের প্রধান একটি পোশাক বোরকা। কিন্তু সব জায়গায় বোরকা পরা নিরাপত্তার নয়, ঘটতে পারে বিপত্তি। আর যদি কেউ বোরকা পড়ে বেরিয়ে পড়েন, তাহলে ওই বোরকাধারীকে গুনতে হবে সাড়ে ছয় হাজার পাউন্ড জরিমানা। হ্যাঁ, সাত লাখ ৫৭ হাজার টাকা, ইউরোপের দেশ সুইজারল্যান্ডের একটি এলাকায় স্থানীয় সরকার এ আইনটি জারি করেছেন। নারীরা বোরকা পরে শপিং মল থেকে শুরু করে কোথাও যেতে পারবে না। এক কথায় বোরকা পরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
সংবাদ মাধ্যম দ্য ডেইলি মেইল জানিয়েছে, সুইজারল্যান্ডের ওই এলাকার নাম টিকিনো। দেশটির দক্ষিণাঞ্চলে ওই এলাকার অবস্থান। একানকার সরকার বোরকা ও নেকাবের পাশাপাশি মুখ ঢেকে রেখে প্রতিবাদ কর্মসূচি করার বিষয়েও আপত্তি জানিয়েছে। স্থানীয় বাসিন্দারা তো বটেই পর্যটকরাও বোরকা পরতে পারবেন না।
সুইস পার্লামেন্ট জানিয়েছে, ওই আইন ফেডারেল আইনের ক্ষেত্রে কোনো সমস্যা করবে না। তবে কবে থেকে ওই আইন কার্যকর করা হবে তা এখনো জানা যায়নি।
তবে এ এলাকায় ভ্রমণকারী ও প্রবেশকারীদের আগে থেকেই বিষয়টি জানিয়ে দেয়ার ব্যবস্থা করছে সরকার।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া