adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ছাত্রলীগ সভাপতিকে আটকের পর চাঁদা চেয়ে পুলিশের ক্রস ফায়ারের হুমকির অভিযোগ

gliu_112164ডেস্ক রিপোর্ট : সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিককে আটকের পর এক লাখ বিশ হাজার টাকা দাবি করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির এসআই জিল্লুর রহমান। একইসঙ্গে তাকে হত্যার হুমকি দেয়া দেয়া হয়েছে।
এ ঘটনায় ডিবির এসআই জিল্লুর রহমানের অপসারণের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ দুপুর ১২টায় সাভার বিশ্ববিদ্যালয় কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা ঢাকা-আরিচা মহাসড়কের থানা বাসস্ট্যান্ড অবরোধ করে রাখে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা ডিবির এসআই জিল্লুরের অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করার কারণে মহাসড়কে আটকে পড়েছে কয়েক হাজার গাড়ি। যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে।
সাভার উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা জানায়, গতকাল রাতে সাভারের নামা গেন্ডা এলাকার বাংলা ইটখোলার মালিক আসলাম মিয়ার তিন কর্মচারীকে গাঁজা দিয়ে আটক করে ডিবি অফিসে নিয়ে গিয়ে ৬০ হাজার টাকা দাবি করেন এসআই জিল্লু। পরে ইট ভাটার মালিক সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিককে বিষয়টি অবহিত করলে আতিক ডিবি পুলিশের এসআই জিল্লুকে ফোন দিলে তিনি আরো মোট এক লাখ বিশ হাজার টাকা দাবি করেন। পরে আতিক বিষয়টি প্রতিবাদ করলে মোবাইল ফোনে জিল্লু তাকে হত্যার হুমকি দেন। এর প্রতিবাদে ডিবির
এসআই জিল্লুর অপসারণের দাবিতে তারা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে।
পরে আধাঘণ্টা পড়ে পুলিশ এসে ডিবির এসআই জিল্লুর বিচারের আশ্বাস দিলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ ছেড়ে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া