adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভরিতে ১২২৫ টাকা বাড়ল স্বর্ণের দাম

imag_98203নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে এক হাজার ২২৫ টাকা বেড়েছে। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে হবে ৪২ হাজার ৫১৫ টাকা দিয়ে।

নতুন এই দাম আগামী বুধবার থেকে কার্যকর হবে বলে আজ সোমবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে গত বছরের ৫ ডিসেম্বর সবশেষ স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল।

নতুন মূল্য তালিকায় ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি বিক্রি হবে ৪০ হাজার  ৪১৫ টাকায়। বর্তমান দাম ৩৯ হাজার ১৯১ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণ ভরি প্রতি বিক্রি হবে ৩৩ হাজার ৭৬৭ টাকায়। মঙ্গলবার পর্যন্ত এ মানের স্বর্ণের দাম থাকবে ৩২ হাজার ৫৪২ টাকা।

আর সনাতন পদ্ধতির ভরি প্রতি স্বর্ণ বিক্রি হবে ২২ হাজার ৬৮৬ টাকা। বর্তমান দাম ২১ হাজার ৪৬১ টাকা।

স্বর্ণের পাশাপাশি বেড়েছে রুপার দামও। আগে প্রতি ভরি রুপার দাম ছিল ৮৭৪ টাকা। বুধবার থেকে তা বিক্রি হবে ৯৩৩ টাকায়। অর্থাৎ প্রতি ভরিতে রুপার দাম বেড়েছে ৫৮ টাকা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া