adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ওয়েন্ট ইন্ডিজ অন-১৯ দলকে ৮ উইকেটে হারিয়ে স্বাগতিক অ-১৯ ক্রিকেট দলের শুভ সূচনা

A13T9097জহির ভূইয়া ঃ আসন্ন অ-১৯ বিশ্বকাপ আসরের আগে স্বাগতিক বাংলাদেশের ছোটদের দল খ্যাত অ-১৯ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজ অ-১৯ ক্রিকেট দলের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজ শুরু করেছে। ৮ উইকেটে অতিথি দলকে উড়িয়ে দিয়ে বাংলাদেশ অ-১৯ ক্রিকেট দল উড়ন্ত সূচনা করেছে। ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ অ-১৯ ক্রিকেট দল।

মিরপুরের উইকেটে টস জিতে বল হাতে তুলে নিয়ে স্বাগতিকদের অ-১৯ ক্রিকেট দল অতিথি দলেকে ৩৯.২ ওভাওে অলআউট কওে ১১৪ রানের মামুুলি রানেই মধ্যেই। ওপেনার গিডরন পপির ৩১ রান, ওয়ান ডাউনে নামা সিমরন হিটিমারের ১৬ আর মিডল অর্ডাওে স্টিওয়াটের ৩০ রান ছাড়া উল্লেখ করার মতো কিছুই ছিল না। সালে আহমেদ শাওনের ২৪ রানে ৪টি, সাইদত সরকারের ৯ রানে ২টি আর সানজিত শাহ-ও ১৪ রানে ২ উইকেট শিকারই ওয়েন্ট ইন্ডিজের ছোটদের ক্রিকেট দল ব্যাকফুটে ঠেলে দেয়। 
১১৫ রানে মামুলি টার্গেট তাড়া করতে নামা স্বাগতিকরা ২০.২ ওভারে ২ উইকেটের খরচায় স্কোর বোর্ডে জমা করে ১১৬ রান। ওপেনার সাফি হাসান অপরাজিত রইলেন ৩৯ রানে। অপর ওপেনার পিনাক ঘোষ ফিরে গেলে ৩ রানেই। ওয়ানন ডাউনে নামা জয়রাজ শেখ ১৮ রান যোগ করে ক্যাচ দিলেন। তবে সাফিকে সঙ্গ দিতে নাজমুল হাসান শান্ত ৪১ রানে অপরাজিত রইলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া