adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১৪ মিনিটেই রেকর্ড ব্রেক

newzealandস্পোর্টস ডেস্ক : মাত্র ১৯ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন মার্টিন গাপটিল। যা কিনা নিউজিল্যান্ডের টি২০ ইতিহাসের দ্রুততম হাফসেঞ্চুরি। এর ঠিক ১৪ মিনিট পরই মাত্র ১৪ বলে হাফসেঞ্চুরি করেন কলিন মুনরো। গাপটিলের রেকর্ডটির স্থায়িত্ব পায় মাত্র ১৪ মিনিট। ডট বল দিয়ে শুরু করলেও এরপর শুরু হয় মুনরোর তাণ্ডব। 
কলিন মুনরোর ইনিংসটি সাজানো এভাবেই ০,৬,২,৬,০,৬,৬,০,৬,১,৬,১,৪,৬। ১ চার ও ৭ ছক্কায় তিনি স্পর্শ করেন অর্ধশতকের রেকর্ড। এটি স্থান করে নেয় দ্বিতীয় দ্রুততম অর্ধশতকের তালিকায়। 
অবশ্য টি২০ ক্রিকেটে দ্রুততম অর্ধশতকটি এখনো নিজের করে রেখেছেন ভারতীয় ব্যাটসম্যান যুবরাজ সিং। তিনি মাত্র ১২ বলে অর্ধশতক পূর্ণ করেছিলেন। ২০০৭ সালের ১৯  সেপ্টেম্বর ডারবানে ইংল্যান্ডের বিপক্ষে তিনি এই রেকর্ড গড়েন।

মুনরোর ঝড়ের আগে শ্রীলঙ্কার বোলারদের ওপর বয়ে গেছে গাপটিল ঝড়
অবশ্য ক্লাব টি-টোয়েন্টি ক্রিকেটে মার্কাস টেসকোথিক ১৩ বলে অর্ধশতক পূর্ণ করেছিলেন। এছাড়াও ইমরান নাজির, বারফি, বার্নেট, পোলার্ড ১৪ বলে অর্ধশতক পূর্ণ করেছিলেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া