adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টুইটারে লেখা যাবে ১০ হাজার ক্যারেক্টার!

twiter_98050ডেস্ক রিপোর্ট :  অন্যতম সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার নাকি একটি নতুন ফিচার তৈরি করছে, যার কল্যাণে তার প্রখ্যাত বা কুখ্যাত বর্ণ-অক্ষর-চিহ্ন সীমা ১৪০ থেকে বেড়ে ১০ হাজারে দাঁড়াবে৷ অবশ্য সবাই এতে যে খুব খুশি, সেটা বলা যাচ্ছে না৷

১৪০টি ক্যারেক্টারের টুইট, এই তো আমরা চিরকাল জেনে এসেছি৷

গত মঙ্গলবারে প্রযুক্তির খবরাখবর সংক্রান্ত ওয়েবসাইট রি-কোড জানায়, টুইটারে মাইক্রোব্লগিং এবার ১৪০টি বর্ণ, অক্ষর বা চিহ্নে সীমিত না থেকে, ১০ হাজারে উঠতে পারে৷

নতুন ফিচারের রিলিজের সঠিক তারিখ এখনও অজ্ঞাত৷ যাতে তার টাইমলাইনের চেহারা না বদলায়, সেজন্য টুইটার আপাতত একটি মডেল টেস্ট করছে, যা-তে প্রথমে ১৪০টি ক্যারেক্টার দেখা যাবে, কিন্তু টুইটের ওপর ক্লিক করলে আরও বেশি টেক্সট দেখা যাবে৷

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া