adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

‘‌হজে যেতে আগ্রহী ব্যক্তিদের জন্য সুখবর’

hajjডেস্ক রিপোট : হজ করতে আগ্রহী ব্যক্তিদের জন্য সুখবর দিলেন ধর্মমন্ত্রী অধ্যাপক মতিউর রহমান। তিনি জানিয়েছেন, গত বছরের চেয়ে এবার আরো ১৪ হাজার বেশি হজযাত্রী হজে যেতে পারবেন। আগামী মন্ত্রিসভা বৈঠকে অনুমতির জন্য প্রস্তুত করা হজ প্যাকেজ সম্পর্কে শনিবার গণমাধ্যমেকে এ কথা জানান তিনি। তবে এবার হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের গতবারের চেয়ে পাঁচ হাজার টাকা বেশি লাগবে। অনলাইনে আবেদন করে আগামী ৩০ মে’র মধ্যে যাবতীয় অর্থ জমা দিতে হবে। ধর্মমন্ত্রী বলেন, অনলাইন রেজিস্ট্রেশনসহ যাবতীয় কার্যক্রম সুষ্ঠুভাবে তদারক করা হচ্ছে। গতবার হজ ভালো হয়েছে। শেষে পাঁচ হাজার হাজী নিতে পেরেছি, এজন্য লোক উতসাহিত হচ্ছে। তিনি বলেন, চলতি বছর ১ লাখ ১৩ হাজার ৮৬৮ হজযাত্রী হজে যেতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে পারবেন পাঁচ হাজার। বাকি ১ লাখ ৮ হাজার ৮৬৮ জন যাবে বেসরকারি ব্যবস্থাপনায়। ধর্মমন্ত্রী বলেন, তিন লাখ ৬০ হাজার টাকায় প্যাকেজ-১ ও তিন লাখ পাঁচ হাজার টাকায় প্যাকেজ-২ এর আওতায় হজে যাওয়া যাবে। মোয়াল্লেম ফি ২৪ হাজার টাকাসহ ক্যাটারিং সার্ভিস থাকছে সৌদি আরবের নিয়মে। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ১০ সেপ্টেম্বর সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া