adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অন্য এক ন্যান্‌সি

109566_nanacy ডেস্ক রিপোর্ট : গত বছর নিজের একক অ্যালবাম ও চলচ্চিত্রের প্লেব্যাক নিয়ে ব্যস্ত থেকেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ন্যান্‌সি। তবে ময়মনসিংহে নিজের বাড়ির নির্মাণকাজের কারণে দীর্ঘ সময় সেখানে অবস্থান করেন এ শিল্পী। এ জন্য খুব বেশি অ্যালবামে তাকে পাওয়া যায়নি। তবে নতুন বছরে অন্য এক ন্যান্‌সিকে খুঁজে পাবেন শ্রোতারা। স্বাভাবিকভাবে কাজ খুব কম করে থাকেন এ সংগীত তারকা। তবে ভালোবাসা দিবস থেকে শুরু করে পহেলা বৈশাখ পর্যন্ত শ্রোতারা বেশ কিছু অ্যালবামে পাবেন তাকে। আর বছরের প্রথম এ দুই উৎসবের গান নিয়ে এখন যারপরনাই ব্যস্ত সময় পার করছেন তিনি। ন্যান্‌সির অন্তত দুই ডজন গান এ দুই উৎসবে প্রকাশ পাবে। এর মধ্যে তার চতুর্থ একক অ্যালবাম প্রকাশ হওয়ার কথা রয়েছে ভালোবাসা দিবসে। সাউন্ডটেক থেকে প্রকাশ পেতে যাওয়া এ অ্যালবামের সব গানের কথা লিখছেন আহমেদ রিজভী। আর সুর-সংগীতায়োজন করছেন শওকত আলী ইমন, নাজির মাহমুদ, শফিক তুহিন প্রমুখ। এরই মধ্যে এ অ্যালবামের কিছু গানের রেকর্ডিং শেষ করেছেন ন্যান্‌সি। সব ধরনের গান দিয়েই তার এই চতুর্থ একক অ্যালবামটি সাজানো হচ্ছে। অ্যালবামের পাশাপাশি একটি অন্তত মিউজিক ভিডিও প্রকাশেরও কথা রয়েছে। এদিকে এ অ্যালবামের বাইরেও ইমরান, কিশোরসহ বেশ কয়েকজন সংগীত পরিচালকের সংগীতায়োজনে কয়েকটি মিশ্র অ্যালবামে গান করছেন ন্যান্‌সি। এর বাইরে বিশেষ কিছু প্রজেক্টেও কাজ করছেন এ শিল্পী। তার গাওয়া এ সব অ্যালবামই প্রকাশ পাবে ভালোবাসা দিবস ও পহেলা বৈশাখে। সব মিলিয়ে গান নিয়ে এরকম টানা ব্যস্ততা দীর্ঘ সময় পর পার করছেন ন্যান্‌সি। অ্যালবামের বাইরে চলচ্চিত্রের প্লেব্যাকও এখন তিনি করছেন নিয়মিত। এ বিষয়ে ন্যান্‌সি বলেন, গত বছরের শেষের সময়টি আসলে ময়মনসিংহের বাড়ির কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। এখন আল্লাহর রহমতে বাড়ির কাজ প্রায় শেষ। তাই ঢাকায় থেকেই গানে মনোযোগ দিচ্ছি। আমার চতুর্থ একক অ্যালবামের কয়েকটি গানে কণ্ঠ দিলাম সম্প্রতি। সব ঠিকঠাক থাকলে অ্যালবামটি ভালোবাসা দিবসে শ্রোতাদের হাতে তুলে দিতে পারবো। কিছু মনের মতো গান করেছি এখানে। এর বাইরেও আরও কয়েকটি ভালো মিশ্র অ্যালবামে গান করলাম। আমার মনে হয় গানগুলো শ্রোতাদের ভালো লাগবে। আর চলচ্চিত্রের প্লেব্যাকের ব্যস্ততাতো সব সময়ের মতো রয়েছেই। এখন যেহেতু শীতের মৌসুম তাই শো-ও করছি। সব মিলিয়ে বলা চলে গান নিয়ে মহাব্যস্ত সময় পার করছি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া