adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিলুপ্ত ছিটমহল থেকে কর্মী যাবে জর্ডানে

foreign_affairs_ministry_97597নিজস্ব প্রতিবেদক : বিলুপ্ত ছিটমহলের বাসিন্দাদের উন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশের সঙ্গে যুক্ত হওয়া নতুন এই নাগরিকদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার কাজ শুরু করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

কুড়িগ্রামে টিটিসির মাধ্যমে এই জনপদের সম্ভাবনাময় কর্মীদের বিদেশে বিভিন্ন কাজের বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। এ বছরেই বিলুপ্ত ছিটমহলবাসীদের মধ্য থেকে ১০০ জন দক্ষ কর্মীকে জর্ডান পাঠানো হবে।

বুধবার রাজধানীর ইস্কাটন গার্ডেনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার ইফতেখার হায়দার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শামসুন নাহার। এ সময় পাওয়ার পয়েন্টে মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন ও সাফল্য তুলে ধরেন যুগ্ম সচিব কাজী আবুল কালাম।

ইফতেখার হায়দার বলেন, বিলুপ্ত ছিটমহলবাসীদের উন্নয়নে আমরা বিশেষ উদ্যোগ নিয়েছি। আশা করছি এ বছরই ১০০ জন প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীকে জর্ডান পাঠানো হবে। এর ফলে বাংলাদেশের সঙ্গে যুক্ত হওয়া নতুন এই নাগরিকরা অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে পারবে। এছাড়া এই এলাকার ৯টি স্কুলকে উন্নয়নের জন্য বিশেষ প্রোগ্রামের আওয়াতায় আনা হয়েছে। এরফলে এই জনপদের ছেলে-মেয়েরা ভাল পরিবেশে শিক্ষা লাভের সুযোগ পাবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া