adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশকে অস্ট্রেলিয়ার ক্ষতিপূরণ দেয়া উচিত: পিসিবি

shahryar-khan-1স্পোর্টস ডেস্ক : বাংলাদেশে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়া নাম প্রত্যাহার করে নেয়ায় তাদের ক্ষতিপূরণ দেয়া উচিত বলে মন্তব্য করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আগামী ২৭ জানুয়ারি থেকে বাংলাদেশের মাটিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১১তম আসর শুরু হতে যাচ্ছে।
যুব বিশ্বকাপের আসর শুরু হওয়ার তিন সপ্তাহ আগে মঙ্গলবার নিরাপত্তা শঙ্কার অজুহাতে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় অস্ট্রেলিয়া।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান ক্রিকেট অস্ট্রেলিয়ার এমন সিদ্ধান্তে শুধু হতাশাই প্রকাশ করেননি, বেশ চটেছেনও। পাশাপাশি বাংলাদেশে অনুষ্ঠেয় যুব বিশ্বকাপ বর্জন করার ঘটনায় স্বাগতিক বাংলাদেশকে অস্ট্রেলিয়ার ক্ষতিপূরণ দেয়া উচিত বলে মনে করেন পিসিবি প্রধান।
গত অক্টোবর-নভেম্বরে বাংলাদেশ সফর বাতিল করার পরও পিসিবি ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রতি ক্ষোভ প্রকাশ করেছিল। ।
পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান বলেন, ‘একটি নির্ধারিত টুর্নামেন্ট থেকে যদি কোনো দল নিজেদের নাম প্রত্যাহার করে নেয় তবে সেই দেশটির উচিত স্বাগতিক দেশকে ক্ষতিপূরণ দেয়া। কেননা, টুর্নামেন্টটি আয়োজনের জন্য স্বাগতিক দেশকে কঠোর পরিশ্রম করতে হয়।’
পিসিবি প্রধান মনে করেন, এমন চলতে থাকলে ক্রিকেট বোর্ডগুলোর মধ্যে দ্বিধাবিভক্তি ও বিশৃঙ্খলা দেখা দিবে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া