adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইএসের হাতে মহিলা সাংবাদিক খুন

is pic_111264আন্তর্জাতিক ডেস্ক : আইএস সম্পর্কে রিপোর্ট করার জন্য খুন করা হল এক মহিলা সাংবাদিককে। এই নিয়ে পাঁচ সাংবাদিককে হত্যা করল আইএস। তবে এই প্রথম কোনও মহিলা সাংবাদিককে হত্যা করল।

মৃত ওই সাংবাদিকের নাম রাকিয়া হাসান। তিনি নিসান ইব্রাহিম নামে পরিচিত ছিলেন।

রাকিয়া আইএসের আইন কানুন নিয়ে লেখালেখি করতেন। নিজের ফেসবুক পেজে আইএস শাসন নিয়ে তিনি লিখতেন। রাকাতে বিমান হামলা হলে সেকথাও লিখতেন তিনি। সিরিয়ার নিউজ এজেন্সির তরফ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে।

শেষ মেসেজে ওই সাংবাদিক লিখেছিলেন, আমি রাকায় আছি। আমাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে। তবে আইএস যদি আমাকে হত্যা করে তাহলে সেটা ঠিক আছে। কারণ ওদের শাসনে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভাল। ২১ জুলাই শেষবার হাসানের ফেসবুক পেজ আপডেট করা হয়।

২০ জুলাই হাসান ওয়াই ফাই ব্যান করার বিরুদ্ধে সওয়াল তুলে একটি পোস্ট করেন। ২ জানুয়ারি হাসানের পরিবারকে তাঁর মৃত্যুর খবর দেয় আইএসরা। তার ছ'মাস আগে নিখোঁজ হন তিনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া