adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ভাবে বোঝা যায় ২০১৯ সালের নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া’

004_176360_111208ডেস্ক রিপোর্ট :  বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন ‘ভাবে বোঝা যায়’ ২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অংশ নেবেন। তিনি বলেন- ‘খালেদা জিয়া, আমরা ওই দিনটার জন্য অপেক্ষায় আছি। জাতীয় নির্বাচনে অংশ নিলে আপনার অবস্থা এবারের মেয়র ইলেকশনের মতোই হবে। ওই নির্বাচনেও আমরা বিজয়ী হব ইনশা আল্লাহ।’

আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি- ৩২ নম্বরের সামনে রাসেল স্কয়ারে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।

খালেদা জিয়াকে উদ্দেশ করে তোফায়েল আহমেদ বলেন, ‘আপনি বলেছেন আন্দোলনের মধ্য দিয়ে নয়, নির্বাচনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটাবেন। বেগম খালেদা জিয়া আমরা ওই দিনটার অপেক্ষায় আছি। আপনার অবস্থা এবারের মেয়র ইলেকশনের মতো হবে। ওই নির্বাচনে আমরা বিজয়ী হব ইনশা আল্লাহ।’

তিনি আরও বলেন, ‘আপনি অনির্দিষ্টকালের জন্য অবরোধ ডাকলেন। আজ পর্যন্ত অবরোধ প্রত্যাহার করেননি। ওনার (খালেদা জিয়া) অবরোধের মেয়াদ আজকে এক বছর। উনি বলেছিলেন শেখ হাসিনার পতন না ঘটিয়ে ঘরে ফিরবেন না। কিন্তু উনি আদালতে সারেন্ডার (আত্মসমর্থন) করে ঘরে ফিরলেন। আপনি আরও বহুবার সারেন্ডার করবেন। কারণ, আপনাদের পরাজয় শুরু হয়েছে।’

সভায় সভাপতিত্ব করেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডিলর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। বক্তৃতা করেন দলটির সভাপতিম-লির সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, অপর সদস্য এডভোকেট সাহারা খাতুন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মণি ও জাহাঙ্গীর কবির নানক, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও কেন্দ্রীয় সদস্য এস এম কামাল হোসেন এবং স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া