adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে চীনের পাঁচ নাগরিককে পিটিয়ে আহত- হাসপাতালে ভর্তি

Chinaডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বাগবাড়ি এলাকায় একটি কারখানায় চীনের ৫ নাগরিককে পিটিয়েছে ওই কারখানার প্রহরীসহ অন্যরা।

আহতাবস্থায় ৫ জনকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ এ ঘটনায় একজনকে আটক করেছে। সোমবার সন্ধ্যা ৬টায় উপজেলার সাতগ্রাম ইউনিয়নের বাগবাড়ি ‘আর এম’নামের একটি স্টিল মিলে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- লি জিং মিং, ওয়ান হু কং, লিয়াও জং, চুং ইয়াং কং ও ইয়ান উই অং। তাদের বয়স ৩০ হতে ৫০ এর মধ্যে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাগবাড়ি এলাকাতে রোকনউদ্দিন মোল্লার মালিকানাধীন স্পিনিং কারখানার একটি ইউনিট ভাড়া নিয়ে ব্যবসা করে “আর এম স্টিল মিল”।  সেখানে চীনা নাগরিকেরা এলে প্রহরী রফিক মিয়ার সঙ্গে চীনাদের কথা কাটাকাটি হয়।

তাতক্ষণিকভাবে ব্যাপারটির সুরাহা হলেও পরে সন্ধ্যা ৬টায় রফিকসহ আরো কয়েকজন প্রহরী মিলে চীনা ৫ নাগরিককে বেধড়ক মারধর করে।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হাবিব ইসমাইল জানান, আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। তাদেরকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে পাঠানো হয়েছে ।
আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, তুচ্ছ ঘটনার জের ধরে ৫ বিদেশিকে পিটিয়েছে কারখানার প্রহরীরা। এ ঘটনায় রাত ৯টায় প্রহরী রফিক মিয়াকে আটক করা হয়েছে।
রফিক (২৫) নরসিংদী জেলার দিঘিরপাড় এলাকার জিন্নত আলীর ছেলে। এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া