adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

থানায় পুলিশের বিরুদ্ধে অভিনেত্রীর এফআইআর দায়ের

pratyusha-banerjee1451993717বিনোদন ডেস্ক : বালিকা বধূ সিরিয়াল খ্যাত ভারতীয় টিভি অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জি তিন জন পুলিশসহ মোট আটজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। জোরপূর্বক তার বাড়িতে প্রবেশ এবং দুর্ব্যবহারের অভিযোগে এ এফআইআর দায়ের করেছেন তিনি।

ঘটনা সম্পর্কে প্রত্যুষা ব্যানার্জি জানান, আটজন লোক তার কান্দিভালি বাসায় প্রবেশ করে এবং তার বন্ধু অভিনেতা রাহুল রাজ সিংয়ের খোঁজ করে। তিনি যখন জানান যে রাহুল বাড়িতে নেই। তখন তারা জোর করে ভেতরে প্রবেশ করে।

বিষয়টি নিয়ে প্রত্যুষা বলেন, ‘আমি গতকাল (৪ জানুয়ারি, সোমবার) সন্ধ্যার ঘটনায় খুবই হতাশ। কোনো পুলিশ যদি এমন ব্যবহার করে তাহলে কী করা যাবে? আমি আটজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছি তার মধ্যে তিনজন পুলিশ রয়েছেন।’

তিনি আরো বলেন, ‘তারা আমার বাড়িতে প্রবেশ করে, দরজা ধাক্কা দেয় এবং আমার সঙ্গে দুর্ব্যবহার করে। এই ঘটনায় থানায় এফআইআর দায়েরের জন্য পুলিশকে তিন ঘণ্টা ধরে বুঝাতে হয়েছে। আজ (মঙ্গলবার) আমি এলাকার ডিসিপি-এর সঙ্গেও দেখা করতে যাচ্ছি।’   

প্রত্যুষা বলেন, ‘গত ৩১ ডিসেম্বর ব্যাংকের এজেন্টরা কোনো খবর না দিয়েই রাহুলের কাছে গাড়ি লোনের টাকা নিতে আসে। আমরা ৫ হাজার টাকা দিয়ে দেই কিন্তু টাকা দেওয়ার পরও লোকটি যেতে চাচ্ছিল না। লোকটি মদ্যপ ছিল। এরপর রাহুল জোর করে লোকটিকে বাইরে বের করে দেয়। গতকাল সন্ধ্যায় তারা আবার আমার বাসায় আসে। আমি যখন তাদের বলি রাহুল এখানে থাকে না তখন ঘটনাগুলো ঘটে।’  

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রত্যুষার সঙ্গে ওই ফ্ল্যাটে অভিনেতা রাহুল সিংও থাকেন। যার বিরুদ্ধে গাড়ির ঋণের টাকা উদ্ধার করতে যাওয়া এজেন্ট অমিত দলভিকে মারধর করার অভিযোগে মামলা দায়ের হয়েছে। গত ৩১ ডিসেম্বর এই ঘটনাটি ঘটে। 

এরপর পুলিশ কর্মীদের নিয়ে দলভি রাহুলের বাড়িতে যায়। কিন্তু সেখানে রাহুলের না পেয়ে সোমবার আবার পুলিশকর্মীরা রাহুলের খোঁজে প্রত্যুষার বাড়িতে যায়। এরপর প্রত্যুষার মা তাদের জানিয়ে দেন রাহুল গোয়া তে গেছেন। একথা শুনে পুলিশ কর্মীরা ফিরে আসে। এর বাইরে কোনো ঘটনা ঘটেনি। পাশাপাশি প্রত্যুষার সঙ্গে দুর্ব্যবহারের কথাও অস্বীকার করেন তারা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া