adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের মণিপুরে ভূমিকম্পে নিহত ৫

photo-1451877303আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফলে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে পাঁচজন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। আজ সোমবার ভোর ৫টা ৫ মিনিটে মিয়ানমার ও বাংলাদেশে এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের গভীরতা ৫৭ কিলোমিটার ও ইম্ফল থেকে ২৯ দূরে এর উৎপত্তিস্থল।

পুলিশ ও দুর্যোগ মোকাবিলা দল জানিয়েছে, বেশ কিছু ভবনের দেয়াল, সিঁড়ি ও ছাদ ধসে গেছে। পুলিশ জানিয়েছে, কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইম্ফল থেকে এনডিটিভিকে দুর্যোগ মোকাবিলা কর্মী কানারজিত কাঙ্গুজামু বলেন, ‘ইম্ফলে এ পর্যন্ত সবচেয়ে বড় মাপের ভূমিকম্প আমরা টের পেয়েছি।’

এ ছাড়া ভারতের পশ্চিমবঙ্গ, ওডিশায়ও ভূমিকম্প অনুভূত হয়েছে।

বাংলাদেশে ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে একজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েকজন আহত হয়েছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া