adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

টি২০ সিরিজে নতুন খেলোয়াড়ও দেখা যাবে-নির্বাচক নান্নু

Nannuজহির ভূইয়া : আসন্ন টি২০ সিরিজে নতুন মুখ থাকছে জাতীয় দলে। সেটা রোববার কন্ডিশনিং ক্যাম্পে নির্বাচকদের আলোচনা থেকেই পরিস্কার হয়ে গেছে। ২৭ সদস্যেও কন্ডিশনিং ক্যাম্পে অনেক নতুন মুখ আছে। যারা কিনা বিপিএলের তৃতীয় আসরে নিজেদেরকে ব্যাটে-বলে আলোকিত করেছেন। মিডিয়ার লাইম-লাইটে চলে এসেছেন। সে কারনেই জিম্বাবুয়ের বিপক্ষে ১৪ সদস্যের চূড়ান্ত দলে থাকাটাও প্রায় নিশ্চিত। এ প্রসঙ্গে কন্ডিশনিং ক্যাম্পে উপস্থিত হওয়া দুই নির্বাচক মিনহাজুল আবেদনী নান্নু আর হাবিবুল বাশার সরাসরি মুখ খুললের না।

বিপিএলের তৃতীয় আসরে বল হাতে ২২ গজের ক্রিজে আলোকিত ছড়িয়েছেন আবু হায়দার রনিরা। ক্রিকেট মন্ডিদের অনেকেই নিশ্চিত আসন্ন এই ১৪ সদস্যের দলে  দেখা যেতে পারে তরুণ বাঁহাতি পেসার রনি। কিন্তু রনির জাতীয় দলে থাকা নিয়ে কিছুই বলতে রাজী হননি মিনহাজুল আবেদীন নান্নু। তবে দলে পরিবর্তনের আভাস দিলেন তিনি।

টি২০ সিরিজের দলে পরিবর্তন থাকা প্রসঙ্গে নির্বাচক নান্নু বলেন,‘শেষ জিম্বাবুয়ে সিরিজে যে টি২০ স্কোয়াডটা ছিল এর মাঝে একটু পরিবর্তন তো অবশ্যই আছে। টি২০ সিরিজে নতুন খেলোয়াড়ও দেখা যাবে। সেই হিসাবে আমরা চেষ্টা করছি এশিয়া কাপ এবং টি২০ বিশ্বকাপের আগে একটা সেরা সম্ভাব্য দল দাঁড় করাতে। পরিকল্পনা হলো আজকেই (রোববার) আমরা ১৪ জনের একটা স্কোয়াড দিয়ে দিয়েছি। সভাপতি অনুমোদন দিলে পরবর্তী কোচিং সেশন হাতুরুসিংহে এসে চূড়ান্ত দল নিয়ে কাজ শুরু করবে। এর মধ্যে যারা বাদ যাবে তারা বিসিএল খেলার জন্য প্রস্তুতি নেবে। ২৭ জনের স্কোয়াড দিয়েছিলাম কারণ সামনে এশিয়া কাপ আছে, টি২০ বিশ্বকাপ আছে। সেই হিসাবে ২৭ জনের একটা পরিকল্পনা মাথায় রেখেছি। তবে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজ উপলক্ষে ১৪ জনের দল দিয়ে দিয়েছি।’
জিম্বাবুয়ে বা এশিয়া কাপ নয় বিসিবির সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে আসন্ন টি২০ বিশ্বকাপকে। এ প্রসঙ্গে নান্নু বলেন, ‘পারফরম্যান্স বিবেচনায় আমরা দল করেছি। এমনকি সেরা খেলোয়াড়দেরই দলে নেয়া হয়েছে। সবার আগে বিশ্বকাপ। এর আগে ওয়ানডে বিশ্বকাপে ভালো খেলেছি। তাই এটা মাথায় রাখলে টি২০ বিশ্বকাপেও আমরা ভালো করতে পারবো।’    

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া