adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ইউএনওকে ছাত্রলীগের জুতা প্রদর্শন

2016_01_03_17_07_55_u2IaL332uI41qMM61ba8MiOQZOFwkp_original (1)ডেস্ক রিপোর্ট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. সাইফুল ইসলাম রুবেল হেরে যাওয়ায় ভোট কারচুপির অভিযোগ এনে বিক্ষোভ মিছিল ও জুতা প্রদর্শন করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। 

রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মাশহুদুল কবীরের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা ইউএনওর অপসারণের দাবিতে চুনারুঘাট থানার সামনের মূল গেটে বিক্ষোভ শুরু করে।

থানা পুলিশ বাধা দিলে ছাত্রলীগ কর্মীরা আরো উত্তেজিত হয়ে ইউএনও এবং রিটার্নিং অফিসারের বিরুদ্ধে জুতা প্রদর্শন করে। এক পর্যায়ে তারা উপজেলা পরিষদ গেটে জুতা নিক্ষেপ করে পথসভায় মিলিত হয়। এ সময় সব রকম যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঊর্ধ্বতন নেতাদের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। 

পথসভায় মিলিত হয় বক্তব্য রাখেন সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা তরুণ লীগের আহ্বায়ক রুমন ফরাজী, ছাত্রলীগ নেতা রিপন, ইমরান তালুকদার।
উপজেলা নির্বাহী অফিসার মাশহুদুল কবীর বলেন, ‘চুনারুঘাট পৌরসভার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে। ছাত্রলীগের দাবি সঠিক নয়।’  
 
উল্লেখ্য, পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ১৪ ভোটে হেরে যাওয়ায় বিক্ষুব্ধ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা এ কর্মসূচি দেয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া